ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান ততকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর দলটির র্শীষ পর্যায়ের অন্য নেতারাও পালিয়ে যান বিদেশে। যাদের একটি অংশ এখন অবস্থান করছেন যুক্তরাজ্যে।
ব্রিটেনের রাজধানী লন্ডনের বিভিন্ন স্থানে পালিয়ে যাওয়া নেতাদের দেখা যাওয়ার খবর প্রায় আসছে। বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে লন্ডনের বিভিন্ন অভিজাত হোটেলে তাদের গোপন বৈঠকের খবরও পাওয়া যাচ্ছে।
তবে এবার এক ইফতার মাহফিলে প্রকাশেই জড়ো হতে দেখা গেল সেই পালিয়ে যাওয়া পতিত আওয়ামী লীগের মন্ত্রী-এমপি-নেতাদের।
পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে বুধবার (২৬ মার্চ) ওই ইফতারের আয়োজন করা হয়। এতে উপস্থিত হোন পালিয়ে যাওয়া পতিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান।
ছিলেন সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও। এছাড়া উপস্থিত হোন সাবেক প্রবাস কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও।
শুধু উপস্থিতই হোননি। দিয়েছেন বক্তব্যও। করেছেন ‘রিফাইন্ড আওয়ামী লীগের’ বিরোধীতাও। কথা বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষেও।