যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসীদের সংগঠন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন, ইউকের উদ্যোগে লন্ডনে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস পালন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার পূর্বলন্ডনের একটি ব্যাঙ্কুইটিং হলে এ অনুষ্ঠানে সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফাইজি, বাংলাদেশ হাইকমিশনারের ফাস্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম, মেয়র মাইন উদ্দিন কাদেরী, ব্যারিস্টার মনোয়ার হোসেন, আঞ্জুমান চৌধুরী, আব্দুল মান্নান, মোহাম্মদ সেলিম, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, কাউন্সিলর সামসাদ চৌধুরী, কাউন্সিলর আকতারুল আলাম, সলিসিটার গনীউল্লাহসহ যুক্তরাজ্যে বসবাসরত বিপুল সংখ্যক চট্টগ্রামবাসী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অ্যাসোসিয়েশন আহবায়ক ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান সভাপতিত্বে স্বাধীনতা দিবসের আলোচনায় সভায় অংশ নেন মঈন হাসান, মিতা হাসান, সাংবাদিক শওকত মাহমুদ টিপু, শওকত ওসমান, নুরুন্নবী, কুতুবুল আলম ও আসমা আলম।
ট্রাস্টি মোহাম্মদ আলী রেজার সঞ্চালনায় দ্বিতীয় পর্বে ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মৌলানা জুনায়েদ সোবাহান, মৌলানা সৈয়দ ইমরান।
কোরআন তেলাওয়াত করেন ইসহাক চৌধুরী। হামদ পরিবেশন করেন ইব্রাহিম জাহান।
আপনার মতামত লিখুন :