বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

এবার যুক্তরাজ্যে কফি আড্ডায় আ.লীগের ৪ মন্ত্রী

প্রবাস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ১০:৪৭ এএম

এবার যুক্তরাজ্যে কফি আড্ডায় আ.লীগের ৪ মন্ত্রী

ছবি: সংগৃহীত

এবার যুক্তরাজ্যে দেখা মিলল আওয়ামী লীগের পলাতক চার মন্ত্রী কফি নিয়ে আড্ডায় মেতে উঠেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

মূলত অসুস্থ যুক্তরাজ‍্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফকে হাসপাতালে দেখতে গিয়ে হাসপাতালের কেন্টিনে কফির আড্ডায় যোগ দেন তারা। পলাতক নেতাদের চেহারা ছিল হাস্যোজ্জ্বল, চেহারায় নেই কোনো অপরাধবোধ।

এ সময় আড্ডায় দেখা যায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক নৌমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আ স ম মিসবাহসহ আরও অনেকে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী তার ফেসবুক পেজে ছবি শেয়ার করে তা নিশ্চিত করেছেন।

আরবি/এসআর

Link copied!