ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

লন্ডনে অ্যাকাউন্ট্যান্টস ক্লাবের সেমিনার অনুষ্ঠিত

লন্ডন থেকে চৌধুরী মুরাদ
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৭:৫৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশী পেশাজীবী একাউন্টেন্টদের সংগঠন দি অ্যাকাউন্ট্যান্টস ক্লাবের উদ্যোগে একটি প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার পূর্ব লন্ডনের স্ট্র্যাটফোর্ডের একটি হোটেল বলরুমে এ  সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মুল আলোচ্য বিষয় ছিল, ফ্রড প্রোটেকশন ও ইকোনোমিক ক্রাইম।

এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতাও মুল বক্তব্য উপস্থাপন করেন সিটি ল চেম্বারের সলিসিটর হিফজুর রহমান, ক্রিমিনাল ডিফেন্স ব্যারিস্টার নিমকা ব্রাউন, লুসি উইবার্লি এবং টম কপেল্যান্ড।

সেমিনারে বক্তারা মানি লন্ডারিং, ভ্যাট ফ্রড ও অন্যান্য আর্থিক অপরাধের নানা দিক তুলে ধরেন। পাশাপাশি, একজন হিসেববিদ কীভাবে এই ধরনের ঝুঁকি থেকে নিজেকে ও তার ক্লায়েন্টদের রক্ষা করতে পারেন, সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

এ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ক্লাবের এডুকেশন ও লার্নিং সেক্রেটারি সুজানা শফিক। পরিশেষে ক্লাবের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ এনামুল হক খান সমাপনী বক্তব্যে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও কার্যকরী সেমিনার আয়োজনের প্রতি গুরুত্বারোপ করেন ।