বাংলাদেশের প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুর রহমানের তিন বছরের নাতি মারা গেছেন। গ্রীসের একটি হলিডে রিসোর্টের সুইমিং পুলে পানিতে ডুবে তার মৃত্যু হয়। সে ব্রিটিশ নাগরিক।
তার মৃত্যুতে প্রবাসী পল্লী গ্রুপের পরিবারের সকল সদস্য সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তার আত্মার মাগফেরাত কামনাও করেছেন তারা।
পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি তার বাবা-মা এবং পরিবারের সাথে ছুটি কাটাতে ব্রিটিশ পর্যটকদের কাছে জনপ্রিয় গ্রীসের জান্তে দ্বীপের বিলাসবহুল হলিডে ভিলায় গিয়েছিল। সেখানে থাকাকালে শিশুর পরিবার রাতের খাবারের জন্য বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ তারা লক্ষ্য করেন ছোট্ট শিশুটি তাদের আশেপাশে নেই।
সিলিভিতে তারা যে ভিলায় থাকত সেখানে দ্রুত তল্লাশি শুরু করা হয় এবং শিশুটিকে সুমিং পুলে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে প্যারামেডিকদের ভিলায় ডাকা হয় এবং শিশুকে জান্তের প্রধান হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
সংবাদমাধ্যম জানিয়েছে, শিশুটিকে তার দাদা খুঁজে পেয়েছেন এবং প্রসিকিউটররা ঘটনার সঠিক পরিস্থিতি সম্পর্কে তদন্ত শুরু করেছেন।
একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যম মেইল অনলাইনকে সুইমিং পুলে পড়ে শিশুটির মৃত্যু ঘটেছে বলে নিশ্চিত করেছেন।
তবে আরও বিস্তারিত জানানোর এখতিয়ার নেই বলে জানান।
পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিসের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা গ্রীসে মারা যাওয়া একজন ব্রিটিশ শিশুর পরিবারকে কনস্যুলার সহায়তা প্রদান করছি এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি।’
আপনার মতামত লিখুন :