ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪

স্পেনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

লোকমান হোসেন, স্পেন

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৯:৪৮ পিএম

স্পেনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছবি: রূপালী বাংলাদেশ

স্পেনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বার্সেলোনায় স্থানীয় একটি রেস্তোরাঁয় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল স্পেন দক্ষিণ শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত যুবদল স্পেন দক্ষিণ শাখার সভাপতি ফয়সাল আহাম্মেদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইফতেকার হোসেন কাশেমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাতালোনিয়া বিএনপি’র সভাপতি শফিউল আলম শফি।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন কাতালোনিয়া বিএনপি’র সাধারণ সম্পাদক আজমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মামুন রশিদ, বিএনপি নেতা শফিক খান, শিপলু আহমেদ নিয়াজী, লিটন আহমেদ, খালেদুর রহমান, আবু শাহেন, আক্কাস মিয়া, লিটু আহমেদ, মাইনুল হাসান সুমন, আব্দুল বাসিদ, জনি আহমেদ খান, ফয়সাল আহমেদ, হামীদ রুহেল, রেদওয়ান আহমেদ, বখতিয়ার রহমান, ফয়েজ আহমেদ, সাজ্জাদ সালু প্রমূখ।

বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবোজ্জ্বল সংগ্রামী ঐতিহ্য তুলে ধরে বলেন, যুবদলই জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি’র প্রধান অঙ্গ সংগঠন। তাই এ সংগঠনের নেতাকর্মীরা বিএনপি’কে সবসময়ই সাহস ও শক্তি যোগায়। বক্তারা এসময় স্বৈরাচার শেখ হাসিনার পতনে যাঁরা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন, তাঁদের স্মরণ করেন। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারা।

এসময় বক্তারা আরো বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনার দোসররা নানা পাঁয়তারা এখনো অব্যাহত রেখেছে। যতদিন পর্যন্ত গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন না হয়েছে, ততদিন সবাইকে সতর্ক থাকতে হবে। নেতাকর্মীরা বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন-বিএনপি নেতা মাসুক আহমেদ, আবু জাফর মাসুদ, আইনুল হক তরফদার, কামরুল ইসলাম, হুমায়ূন কবির, লুৎফুর রহমান, জাবেদ হোসেন সুমন, ফাহিম আহমেদ, সামসুল ইসলাম, কাওসার হামিদ, হিমেল জামান, ফজলুল করিম সুমন, রেজু আহমেদ, আনোয়ারুল হাসান সুজন প্রমূখ।

আলোচনা শেষে সংগঠনের নেতাকর্মী ও অতিথিদের নিয়ে যুবদলের ৪৬তম  প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন যুবদল স্পেন দক্ষিণ শাখার সভাপতি ফয়সাল আহাম্মেদ মোল্লা ও সাধারণ সম্পাদক ইফতেকার হোসেন কাশেম।
 

আরবি/জেডআর

Link copied!