ইতালিতে বৈধ পথে দেশে রেমিট্যান্স প্রেরণকারী ন্যাশনাল একচেঞ্জ কোম্পানির এজেন্ট ও গ্রাহকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ভেনিসে এ সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল একচেঞ্জ কোম্পানির এসএরএল খন্দকার আরাফাতের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্স বক্তব্য রাখেন ন্যাশনাল একচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান হাজি ইদ্রিছ ফরাজী।
তিনি তার বক্তব্যে উপস্থিত সকল এজেন্ট ও গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সব সময় বৈধ পথে দেশে টাকা প্রেরণে ন্যাশনাল একচেঞ্জ এর পক্ষে কাজ করে কোম্পানির সুনাম বৃদ্ধিতে অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন। সেই সাথে আগামীতে আরও সহযোগিতার হার বৃদ্ধি করে গোটা ইউরোপসহ বিশ্বের বাংলাদেশিদের আস্থা অর্জনে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় ভেনিসের এজেন্ট ও গ্রাহকরা কোম্পানির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং কোম্পানির আগামীতে কিছু করণীয়গুলো উল্লেখ করে বক্তব্য রাখেন। সেই সাথে পপুলার ট্রাভেলস এর পক্ষ থেকে উপস্থিত সকল এজেন্টের বিমান টিকেটের জন্য পপুলারকে সহযোগিতা করার জন্য মার্কেটিং ম্যানেজার আহ্বান করেন।
আপনার মতামত লিখুন :