ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ফ্রান্সে সশস্ত্র বাহিনী দিবস পালিত

শাহ সুহেল আহমদ, প্যারিস, ফ্রান্স

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ১২:০৯ এএম

ফ্রান্সে সশস্ত্র বাহিনী দিবস পালিত

ছবি: রূপালী বাংলাদেশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। বিভিন্ন দেশের কূটনৈতিক ও সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্যারিস ১৬ মেরির সিটি হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ও দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা কমান্ডার বিএমসি ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান।

ফ্রান্সের সাথে বাংলাদেশের নিরাপত্তার ও ফ্রান্স-বাংলাদেশের গৌরবময় ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এ সময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর ৫ আগস্টের ছাত্র আন্দোলনের ভূমিকা তুলে ধরে বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ নতুন স্বপ্ন দেখছে। সুন্দর দেশ গঠনে সকলের সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের অতিথিদের সাথে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও ফ্রান্সস্থ ৫৭ দেশের প্রতিরক্ষার বিষয়ক বিভিন্ন সেক্টররের সিনিয়র অফিসারসহ ফ্রান্সে বসবাসরত রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, ব্যবসায়ি ও বাংলাদেশ কমিউনিটির  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরবি/জেডআর

Link copied!