ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

বিভক্ত ভাবে বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস

জাকির হোসাইন চৌধুরী, গ্রিস 

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ১২:০৯ পিএম

বিভক্ত ভাবে বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ওমোনিয়ার তিতাস বাংলা রেস্টুরেন্টের হল রুমে  বাংলাদেশ কমিউনিটির ব্যানারে বিজয় দিবস উদযাপন করেন কমিউনিটির একাংশের নেতৃবৃন্দ।

অন্যদিকে কমিউনিটির সাধারণ-সম্পাদক এইচ এম জাহিদুল ইসলামের আয়োজনে এবং সঞ্চালনায় বিজয় দিবস পালন করা হয়েছে পাতিশিয়ন এলাকার স্থানীয় তাজমহল রেঁস্তোরায়।

দুই অংশের অনুষ্ঠানেই প্রবাসীদের উপস্থিতি লক্ষ করা গেছে কিন্তু বক্তারা একে অপরকে দোষারোপ করে বক্তৃতার মাধ্যমে সাধারণ প্রবাসীদের কাছে নিজেদের কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করছেন, তা হয়তো ক্ষমতার জোড়ে ভুলেই গেছেন।

উলেখ্য, এক বছর পার হতে না হতেই নিজেদের মধ্যে কোন্দলের কারণে নির্বাচনী প্রতিশ্রুতির অনেক এজেন্ডা বাস্তবায়ন হওয়া তো দূরের কথা, কমিউনিটির সঠিক কার্যালয় সম্পর্কে সাধারণ প্রবাসীরা এখনো অজ্ঞাত।

গ্রিসে বসবাসরত বাঙালি কমিউনিটির বাংলাদেশী প্রবাসীরা দীর্ঘদিনের অচল একটি কমিউনিটিকে বিলুপ্ত করে ভোটের  মাধ্যমে নির্বাচিত কমিউনিটির কাছে অনেক প্রত্যাশার দাবিদার।

উল্লেখ্য, কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান দীর্ঘদিন অসুস্থ এবং স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেকের ধারণা সভাপতি সুস্থ হয়ে ফিরে আসলে এর সমাধান করার চেষ্টা করবেন।  

বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার সময় এবং প্রয়োজন দুটিই মনে করছেন বিশিষ্ট জনেরা।

আরবি/জেডআর

Link copied!