ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

ছুটির দিনেও পাসপোর্ট বিতরণ করবে বাংলাদেশ কনস্যুলেট দুবাই

এসএম শাফায়েত, ইউএই ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৩:২৩ পিএম

ছুটির দিনেও পাসপোর্ট বিতরণ করবে বাংলাদেশ কনস্যুলেট দুবাই

ছবি: রূপালী বাংলাদেশ

প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট প্রাপ্তি আরও সহজ করতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ছুটির দিনেও পাসপোর্ট বিতরণের জন্য নির্ধারিত সময় ঘোষণা করেছে কনস্যুলেট।

বৃহস্পতিবার ১৬ জানুয়ারি এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই। এতে বলা হয় প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট প্রাপ্তির সুবিধার্থে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই কর্তৃক ঢাকা হতে সর্বশেষ গ্রহণকৃত এবং কনস্যুলেটের নিকট সংরক্ষিত পাসপোর্টসমূহ নিয়মিত কর্মদিবস ছাড়াও আগামী ১৮ ও ১৯ জানুয়ারি শনিবার ও রোববার বিশেষ ব্যবস্থায় সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করা হবে।

এছাড়া ফশওয়া গ্লোবাল হতেও ১৮ ও ১৯ জানুয়ারি বিশেষ ব্যবস্থায় সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত এমআরপি বিতরণ করা হবে।

ডিআইপি পরিচালিত কল সেন্টারে (+৮৮০৯৬৬৬৭১৬৪৪) যে কোন সময় (২৪/৭) অথবা ফশওয়া গ্লোবলের হেল্পডেস্কে (০৪৫৪৯১২০০) অফিস চলাকলীন সময়ে ফোন করে আবেদনের স্ট্যাটাস জানা যাবে।

উল্লেখ্য, www.epassport.gov.bd ওয়েবসাইটে আবেদন নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে ই-পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা জানা যাবে।

প্রবাসীদের দীর্ঘ অপেক্ষার ঝামেলা দূর করতে এবং পাসপোর্ট বিতরণ প্রক্রিয়াকে আরও কার্যকর ও সহজ করতে বাংলাদেশ কনস্যুলেটের এ উদ্যোগ নেওয়া হয়েছে। সময়মতো এসে তাদের পাসপোর্ট সংগ্রহ করার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরবি/জেডআর

Link copied!