বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

গ্রিসে বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস

জাকির হোসাইন চৌধুরী, গ্রিস 

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ১০:২৭ এএম

গ্রিসে বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস

ছবি: রূপালী বাংলাদেশ

বিপুল উদ্দীপনা ও শ্রদ্ধার সাথে মহান বিজয় দিবস উদযাপন করেছে গ্রিসে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত একাধিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিওর্গিওস স্ক্যাভেনিটিস, ভাইস মেয়র প্রোগ্রামিং এবং ডেভেলোপিং আন্দ্রাভিদা-কিলিনি পৌরসভা এবং গ্রিক শিল্পী- লেখক জনাব কনস্টান্টিনোস কালাইতজিস, সাথে ছিলেন বিশিষ্ট গ্রিক ব্যবসায়ী জনাব কনস্টান্টিনোস পাপারিস।  

প্রথম পর্ব অনুষ্ঠানে সকালে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। দ্বিতীয় পর্বের শুরুতে বিকালে পবিত্র কোরআন তিলাওত করা হয়। শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধে শহীদ ও জুলাই-আগস্ট ২০২৪ এ সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।  

অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও প্রধান উপদেষ্টার পাঠানো বার্তা পথ করেন রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা এবং পররাষ্ট্র উপদেষ্টার পাঠানো বার্তা পথ করেন দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম।

মহান মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনায় অংশ নেন গেওর্গিওস স্ক্যাভেনিটিস এবং গ্রিক শিল্পী কনস্টান্টিনোস কালাইতজিস। এসময় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বিজয়ের বৈশ্বিক গুরুত্ব এবং গ্রিসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অবদান নিয়ে তাদের ভাবনা ও অভিজ্ঞতা তুলে ধরেন। অতিথিগণ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের আদর্শকে গ্রিক সমাজের সঙ্গে পরিচিত করার জন্য প্রশংসা করেন।

উল্লেখ্য, এথেন্স স্কুল অফ ফাইন আর্টসের ড. এরাতো হ্যাটজিসাভা বিশেষ অতিথি হিসেবে উৎসবে শিশু-কিশোরদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার প্রধান বিচারকের ভূমিকা পালন করেন। এবং পরে বিজয়ীদের মাঝে তিনি ও রাষ্ট্রদূত সনদ ও পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা নহেন মুক্তিযুদ্ধে শহীদদের ও জুলাই-আগস্ট ২০২৪ এর গণ-অভ্যুথানে শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহব্বান জানান।  এসময় তিনি গ্রিসে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির একতা ও সংস্কৃতির প্রসারের ভূমিকাকে সাধুবাদ জানান। দূতাবাসের এই উদ্যোগে অংশগ্রহণকারী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন নাহিদা রহমান সুমনা।

অনুষ্ঠানে মানোলাদার ব্যবসায়ী সাইদুর রহমান, সিআইপিকে বিজয় স্মারক ও রেমিট্যান্সের সনদ প্রদান করেন রাষ্ট্রদূত এবং উপস্থিত বিদেশি অতিথিগণ।

বিজয় দিবসের আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক এইচএম জাহিদুল ইসলাম, গ্ৰিস বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার চন্দন চৌধুরী, সদস্য সচিব আশারাফ উদ্দিন ঠাকুর টিপু, সাবেক সভাপতি মোখলেছুর রহমান। জানা গেছে,  নেয়া মানলাদার ডেপুটি মেয়র ও গ্ৰিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। পরে দোয়েল সংগঠনের শিল্পীবৃন্দরা গান পরিবেশনা করেন। সকালে পতাকা উত্তোলনের সময় গ্রিস আওয়ামীলীগের সভাপতি মান্নান মাতব্বর ,সহ -সভাপতি মিয়া মিজান সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা গেছে।  দূতাবাসের পক্ষ থেকে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

আরবি/জেআই

Link copied!