সৌদি আরব রিয়াদে সড়ক দুর্ঘটনায় ইমাম হোসেন (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। তার পিতা নাম দেলোয়ার হোসেন, পোস্ট-বটতলী, উপজেলা নাঙ্গলকোট, জেলা কুমিল্লা। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মালা জেরির পান্ডা রোডে সাইকেল নিয়ে যাওয়ার সময় পিছন থেকে প্রাইভেট কারে ধাক্কা ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। সৌদি নাগরিককে প্রশাসন গ্রেপ্তার করেছে।
প্রসঙ্গত, ইমাম হোসেন ২০০৮ সালে জীবন-জীবিকার টানে সৌদি আরবে আসেন। তিনি মালাজ মিউনিসিপ্যালিটি অফিসের কর্মরত ছিলেন। বর্তমানে তার মরদেহ সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :