ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সুইজারল্যান্ডের জুরিখে বিএনপির বিজয় দিবস উদযাপন

সুইজারল্যান্ড প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৯:১১ পিএম

সুইজারল্যান্ডের জুরিখে বিএনপির বিজয় দিবস উদযাপন

ছবি: রূপালী বাংলাদেশ

যথাযোগ্য মর্যাদায় সুইজারল্যান্ডে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করেছে দেশটির জাতীয়তাবাদী দল বিএনপি শাখা ও তার অঙ্গসংগঠন। এ উপলক্ষে রোববার (২২ ডিসেম্বর) জুরিখ শহরের হাইনরিখশ স্ট্রাসের একটি হলরুমে বিজয় উৎসবের আয়োজনে সর্বস্তরের প্রবাসীদের ঢল নামে।

দুই পর্বের অনুষ্ঠানের শুরুতেই দেশের মানুষের জন্য দোয়া করা হয়। তারপর জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে আলোচনা পর্বে স্বাধীনতা সংগ্রামে সকল নেতৃবৃন্দ, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এরপর জুরিখ কমিটির সভাপতি সমীর কুমার রায়, জামাল হোসেন, রুনু আক্তার, শামসুদ্দিন তালুকদার, জুবায়ের আহমেদ জুয়েল, মাহফুজ শিকদারের পরিচালনায় আলোচনা সভায় সুইজারল্যান্ড বিএনপি‍‍`র সভাপতি  মোফাজ্জল মল্লিক সাজিলের সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মঈনুল হক খান অপু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন কাউসার, সিনিয়র নেতা শহীদ হোসেন খোকন, হাজী রফিকুল ইসলাম, ওবায়দুর রহমান মিঠু, লিটন হাওলাদার, হুমায়ুন কবির, মাহবুব ইসলাম, মাহবুব হাসান, ইকবাল মোল্লা, শিবির ভূঁইয়া,  ওয়াহিদ হোসেন রানা, নজরুল মোল্লা, মিজানুর রহমান তারা, আরিফ মোল্লাসহ অনেকে।

এসময় তারা ছাত্রজনতার আন্দোলনে পতিত হাসিনা সরকারের গুম-খুনের রাজনীতি, বিএনপির বিরুদ্ধে বর্বরতা, দেশের সম্পদ লুটপাট, অর্থ পাচার ও ভারতের তাবেদারীর বিষয়ে সবাইকে স্মরণ করিয়ে দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে নারী ও শিশুদের জন্য বিভিন্ন খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। তারপরেই সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান, আধুনিক গান ও নৃত্যে অংশ নেন প্রবাসী শিল্পীরা। সবশেষে ছিল বাঙ্গালী খাবারের আয়োজন।

আরবি/এইচএম

Link copied!