বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রিওলিয়া ভেনেজিয়া জুলিয়া মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইতালি মনফালকনে শহরের স্থানীয় একটি হলে ইতালি মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান খান সোহেল এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. লিটন ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনফালকনে গরিঝিয়া বিএনপির সাবেক প্রধান আহবায়ক ও বর্তমান উপদেষ্টা নুরুল আমিন খন্দকার ও উপদেষ্টা রকিব মোহাম্মদ ইলিয়াছ।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন-ইদ্রিস হাওলাদার, ফরিদ আহমেদ, সিরাজুল হক ভুইয়া টেনিস, শহিদুল্লা, ইসহাক মিয়া, রবি উল্লাহ, আতাউর রহমান, কামরুজ্জামান কামাল, সুহাগ মোল্লা প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত সভাপতি মো. জিয়াউর রহমান খান সোহেল। সম্মানিত অতিথীবৃন্দ ছাড়াও আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক সুমন আহমেদ, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার ওমর ফারুক, রোমান, আইরিন সাজিয়া প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সকল নেতৃবৃন্দ এবং যুবদলের সমর্থকবৃন্দ।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমানের আত্মার মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের জন্য দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সবশেষে ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান খান সোহেল তার সমাপনী বক্তব্যে সকলকে ঐক্যবদ্ধ্য থেকে বিজয়ের মাসে দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখার এবং তা প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :