ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

বিজয় দিবসের তাৎপর্য নিয়ে ইতালিতে বিএনপির সভা

ইতালি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৪:৩৭ পিএম

বিজয় দিবসের তাৎপর্য নিয়ে ইতালিতে বিএনপির সভা

ছবি: রূপালী বাংলাদেশ

 

বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইতালি রেজিয়নে পেসকারা বিএনপি ও যুবদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৬ ডিসেম্বর আয়োজিত সভায় ইতালি রেজিয়নে আব্রুজ্জো পেসকারা বিএনপির আহ্বায়ক মাহবুব আহমেদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও আবু হানিফের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সহ সভাপতি সাজ্জাদুল কবির, এতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মাওলানা সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ, সদস্য ওমর ফারুক, পেসকারা যুবদলের আহ্বায়ক উজ্জ্বল বেপারী, যুগ্ম আহবায়ক শামীম আহমেদ রবি, জহিদ হোসেন, সদস্য সৈয়দ তামিম আহমেদ, কাউসার আহমেদ, নাহিদ আহমেদ, আল আমিন, কাউসার চৌধুরী, আশিকুর রহমান, আশরাফ উদ্দিন, আবুল হাসেম, অলি আহমেদ সহ জিয়ার আদর্শের সৈনিকেরা।

সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এবং সম্প্রতি বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা থেকে বেকসুর খালাসে আনন্দে মিষ্টি বিতরণ করা হয়।

আরবি/জেডআর

Link copied!