ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

দুবাইতে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উদযাপন

ইউএই ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৩:১৭ পিএম

দুবাইতে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উদযাপন

ছবি: রূপালী বাংলাদেশ

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষ্যে বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ প্রবাসী ও কমিউনিটি নেতৃবৃন্দ।

আলোচনা সভার শুরুতে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পাঠানো পৃথক বাণী পাঠ করে শোনান কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্মিত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

কনসাল জেনারেল তার বক্তব্যে অভিবাসীদের উন্নয়ন এবং দেশের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি অভিবাসীদের সেবা ও কল্যাণ নিশ্চিতে কনস্যুলেটের ভূমিকা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন-সমৃদ্ধিতে আরও অবদান রাখার জন্য প্রবাসীদের অনুরোধ জানান।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ আব্দুস সালামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারর্স অ্যাসোসিয়েশন, ইউএই’র সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম খাঁন, বাংলাদেশ প্রেস ক্লাব, ইউএইর সভাপতি মামুনুর রশিদ ও রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রবাসী রিতু শীল।

এ সময় দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশি নাগরিক, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিক ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এরআগে কনস্যুলেটের প্রধান ফটকের পাশে প্রবাসীদের তথ্য সেবা দিতে হেল্প ডেস্ক উদ্বোধন করেন কনসাল জেনারেল।

আরবি/জেডআর

Link copied!