‘বর্ষায় বিষণ্ন শহর’ একটি কবিতার বই। তবে বইটি শুধুমাত্র কবিতার একটি সংকলন নয়, বরং এটি হতে পারে আমার-আপনার একটি আবেগময় যাত্রা। এখানে ফুটে উঠেছে শহরের বিষণ্নতা, প্রকৃতির রঙ এবং মানব মনের আনাচে কানাচে লুকিয়ে থাকা নানা অনুভূতির গভীর গল্প। প্রতিটি কবিতায় পাঠক খুঁজে পাবেন জীবনের এক একটি মুহূর্তের ছোঁয়া। যা কখনো বেদনার, কখনো আশার, আবার কখনো শান্তির। আধুনিক বাংলা কবিতার ধারায় সংযোজনের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে নতুন বছরের অমর একুশে বই মেলায়। দু’টি সাড়া জাগানো যৌথ কাব্যগ্রন্থের পর এবার একক কাব্যগ্রন্থ রচনা করেছেন উদীয়মান, তরুণ প্রবাসী লেখক ও কবি আদনান সোহাগ। তার এই একক কাব্যগ্রন্থের নাম ‘বর্ষায় বিষণ্ন শহর’। বইটি প্রকাশ করেছে নব সাহিত্য প্রকাশনী, মূল্য ২৫০ টাকা।
কবি সম্পর্কে বলতে গেলে, আদনান সোহাগ একজন প্রতিভাবান তরুণ কবি। তার লেখনীতে নির্মোহ আবেগের সঙ্গে মিশে আছে যাপিত জীবনের রং, সুর এবং স্পন্দন। তিনি চুয়াডাঙ্গার মাটিতে জন্মগ্রহণ করলেও তার কাব্যের বিস্তার সারা বাংলাজুড়ে। কবিতার প্রতি তার ভালোবাসা এবং একাগ্রতা তাকে এই প্রজন্মের অন্যতম প্রতিশ্রুতিশীল কবি হিসেবে পরিচিত করবে অদূরভবিষ্যতে, এমনটিই প্রত্যাশা পাঠকদের। বইটির প্রচ্ছদও অত্যন্ত শিল্পসম্মত। যা প্রথম দর্শনেই পাঠকের মন জয় করবে। বৃষ্টিস্নাত শহুরে জনপদে রঙিন ছাতা হাতে কারো নিষ্পলক চেয়ে থাকা। যা শহরের বৃষ্টি ও বিষণ্নতার মধ্যে রঙিন স্বপ্নের এক অনন্য প্রতিচ্ছবি বটে। তার পূর্বে প্রকাশিত আরও দুটি যৌথ কাব্যগ্রন্থ হলো, ‘এক মহাকাল ভালোবাসা’ ও ‘রঙিন চিঠি’।
একক কাব্যগ্রন্থ প্রসঙ্গে কবি আদনান সোহাগ বলেন, ‘সাহিত্যাঙ্গনে দেওয়ার মতো তেমন কোনো পরিচয় আমার নেই। তবে আপনারা গুণীজন সুহৃদের মানুষ, আমাকে আপনারা দোয়া ও আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে আমি একটা পরিচয় নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ‘বর্ষায় বিষণ্ন শহর’ কাব্য সংকলনটি আমার প্রথম একক কাব্যগ্রন্থ। গ্রন্থটির নাম দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন এই বইয়ে বিষণ্নতার অভাব নেই। তবু আমি চেষ্টা করেছি প্রকৃতি প্রেম, নিঃসঙ্গতা এবং সমাজের ঘটে যাওয়া নানান চিত্র সাবলীল ভাষায় তুলে ধরতে। বইটি আপনার কাব্যপ্রেমকে আরও সমৃদ্ধ করবে বলে আমি আশাবাদী।’
আপনার মতামত লিখুন :