৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ইতালি বিএনপি লিভর্ন শাখা। রোববার স্থানীয় একটি হলরুমে নবগঠিত লিভর্ন বিএনপির সভাপতি আফিল উদ্দিন দফাদার এর সভাপতিত্ত্বে সাধারণ সম্পাদক মো আশিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর্ আন তেলাওয়াত করেন ধর্ম সম্পাদক ফাইজুর রহমান। এছাড়াও সমবেত জাতীয় সংগীত ও জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান সহ সকল শহীদদের স্মরণে ও মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের উপর বক্তব্য রাখেন লিভর্ন বিএনপির উপদেষ্টা নুরুল হক, সিনিয়র সহ সভাপতি বিপ্লব জেমস, সহ সভাপতি জাফর সরকার, পিজা বিএনপির সাধারণ সম্পাদক আবু সুমন, পিজা বিএনপি`র সিনিয়র সহ সভাপতি মনজুরুল রহমান, সহ-সভাপতি অপু ভূঁইয়া, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আফসার মিশু।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি`র তরুন নেতা সাইফুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক হাসান সওদাগর সহ লিভর্ন বিএনপির নেতাকর্মীরা।
বক্তারা বলেন ৫ আগস্টের পর থেকে অনেক নব্য বিএনপি নেতাদের আবির্ভাব লক্ষ্য করা যাচ্ছে। ইতালির প্রত্যেকটা শহরের মতো আমাদের লিভর্ন তে ও কিছু আওয়ামী লীগের অনুসারীরা দলের ভিতরে প্রবেশ করে আমাদের দলীয় ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করছে। এই সব সুবিধাবাদী দেড় থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। দলের বিপদে ও বিগত দিনে যারাই দলের সাথে কাজ করেছেন সকলকে ঐক্যবদ্য হয়ে সকল কার্যক্রমে অংশগ্রহণ করার আহ্বান জানান।
পরিশেষে অনুষ্ঠানে লিভর্ন সহ পিজা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত হওয়ার জন্য লিভর্ন বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন :