ইতালির ভেনিসে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার দুপুরে আলোচনা সভা করেছে ভেনিস সম্মিলিত নাগরিক কমিটি। ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির অফিস কার্যালয়ে মারঘেরা অনুষ্ঠিত আলোচনা সভায় নাগরিক কমিটির সভাপতি আবুল কাসেম সিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকবর হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস নাগরিক কমিটির উপদেষ্টা সাবেক ছাত্রনেতা সামাজিক ব্যক্তিত্ব মিজানুর রহমান মিলন ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা পল্টন বেপারি। প্রধান বক্তা ভেনিস নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মিঠু।
বক্তব্য রাখেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল করিম । সহ সভাপতি বাচ্চু হাওলাদার, রিপন লস্কর , হাকিম লাকুরিয়া এবং সাখাওয়াত হোসেন ইমন।
বক্তারা বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং প্রবাস বিজয়ের এই মাসে সকল মুক্তিযুদ্ধাদের স্মরণ করেন। তাদের মাগফেরাত কামনা করেন এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই বিজয়তাদের প্রতি শ্রদ্ধা জানান। দেশের এই বিজয় যেন কলংকিত না হয় সেই দিকে সকলকে এক হয়ে দেশপ্রেমকে জাগ্রত করে আমাদের আগামীর প্রজন্মের জন্য সঠিক ইতিহাস টুকে ধরার আহ্বান জানান। পরিশেষে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :