ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

পিসা বিএনপির আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা

ইতালি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৩:০১ পিএম

পিসা বিএনপির আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা

ছবি: রূপালী বাংলাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রাংকনসহ নানান আয়োজনে পালন করেছে পিসা বিএনপি। সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পিসা ইতালির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সম্পাদক আফসার মিশু ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের যৌথ পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। টেলিকনফারেন্সে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম।

আলোচনা সভায় বিজয়ের ইতিহাস এই প্রজন্মের নিকট তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসা বিএনপির অন্যতম প্রবীণ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা এবং বিজয় দিবসের অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক মো. শাহজাহান।

শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও আবৃতি এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রবাসে বেড়ে উঠা অনেক শিশু কিশোর অংশগ্রহণ করেন। এমন সুন্দর আয়োজনের জন্য উপস্থিত অভিবাবকরা আয়োজকদের ধন্যবাদ জানান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন পিসা বিএনপির সহ সভাপতি ডিউক হেলাল, অপু ভূঁইয়া, মাহবুব আলম, সিনিয়র সদস্য সামসুল আলম, অর্থ সম্পাদক আব্দুল হক রিদয়, সদস্য মেহেদী হাসান, বেলাল হোসেন, মো. হাসান প্রমুখ।

উপস্থিত ছিলেন পিসা বিএনপির উপদেষ্টা মো. ইব্রাহিম, জসিম উদ্দিন, টিপু ভূঁইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, টুটুল মোল্লা, যুব বিষয়ক সম্পাদক মো. সুহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. পারভেজসহ পিসা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বিএনপির নেতৃবৃন্দ। বিজয়ের অনুষ্ঠানে বিএনপির সকল নেতৃবৃন্দদের অংশগ্রহনে সুন্দর একটি অনুষ্ঠান শেষ করতে ও অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য ছেলে মেয়েদের নিয়ে উপস্থিত হওয়ায় সকল অভিবাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পিসা বিএনপির নেতৃবৃন্দ। পরিশেষে রাতের আপ্পায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি গঠে।

আরবি/জেডআর

Link copied!