ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ইউরো-বাংলা প্রেসক্লাবের আহ্ববায়ক কমিটি প্রকাশ

জাকির হোসাইন চৌধুরী, গ্রীস

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০২:১৫ এএম

ইউরো-বাংলা প্রেসক্লাবের আহ্ববায়ক কমিটি প্রকাশ

ছবি: রূপালী বাংলাদেশ

"ইউরো-বাংলা" প্রেসক্লাবের  আহ্ববায়ক কমিটি প্রকাশ 
জাকির হোসাইন চৌধুরী, গ্রীস থেকে। 

প্রবাসের সাংবাদিকতায় অগ্রগনি ভূমিকা পালনকারী সংগঠন, গ্রিসের সাংবাদিকতার প্রথম স্তম্ভ এবং অতি পরিচিত সংবাদ কর্মীদের সংগঠন ‍‍`ইউরো বাংলা প্রেসক্লাব‍‍` এর "আহ্বায়ক কমিটি গঠন এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি কলামিস্ট, লেখক ও সাংবাদিক তাইজুল ফয়েজের গ্রীস আগমনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সাংবাদিক জাকির হোসাইন চৌধুরীর সভাপতিত্বে সঞ্চালনা করেন যৌথভাবে সাধারণ-সম্পাদক নীরব আহমেদ রুমন এবং আহ্ববায়ক কমিটির সদস্য সচিব নাজমুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ-সম্পাদক এইচ এম জাহিদুল ইসলাম।

"সাংবাদিকতা একটি মহান পেশা বলা হলেও, আসলে পেশার  সাথে জড়িত ব্যক্তিটি যদি মহান না হন, সেখানে মহানুভবতার পরিচয় পাওয়া দুস্কর" নির্দিষ্ট কোন সাংবাদিক নির্দিষ্ট কোন দলের হতে পারেন না, দল মত  নির্বিশেষে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ  সংবাদ পরিবেশন করা একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব বলে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তৃতায়  তুলে ধরেন।

প্রবাসী সাংবাদিকদের পাশাপাশি সাধারণ উপস্থিত জনগণেরাও তাদের বক্তব্যে অনেক অপেশাদার সাংবাদিকদের কথা আলোচনা করেন। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন টাকার বিনিময়ে সৃষ্ট অনেক হলুদ সাংবাদিক এই প্রবাসেও ঘটনার যাচাই বাছাই ছাড়া ভুল তথ্য প্রচার করেন, যাতে সাধারণ মানুষের ভিতরে দ্বন্ধের সৃষ্টি হয়।

বাংলাদেশের প্রেক্ষাপটে প্রবাসী সাংবাদিকতা ভিন্ন, সময় এবং পরিশ্রম বিনিময়ে প্রবাসী সাংবাদিকেরা নি:স্বার্থভাবে প্রবাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং প্রথম সারির গণ মাধ্যমগুলোতে প্রচার করেন, যা দেশের মানুষসহ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা জানতে পারেন।

ইউরো-বাংলা প্রেসক্লাব গ্রিসসহ ইউরোপের অন্যান্য দেশেও শাখা গঠনের পাশাপাশি সংগঠনের সেমিনারের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন দাবী প্রচার করছে। 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক লোকমান মাতুব্বর, মো. রাশেদ আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রীস শাখা, মিয়া মিজান সহ-সভাপতি গ্রীস আওয়ামী লীগ, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন রানা, আব্দুর রহিম মোল্লা সাবেক সভাপতি দোয়েল সাংস্কৃতিক সংগঠন, মিয়া মুহাম্মদ খালেদ গ্রিসের ব্যবসায়ি, রিপন আহমেদ সভাপতি উসমানি নগর বালাগঞ্জ, মো. নুরুজ্জামান রাজা সাধারণ সম্পাদক সিলেট  জেলা পঞ্চথানা সমাজ কল্যান পরিষদ ইন গ্রিস। রাকিব আহমেদ গ্রিসের ব্যাবসায়ি ও হবিগঞ্জ সমিতির যুগ্ম আহবায়ক, মৌসুমী পারভীন মহিলা সম্পাদিকা, গ্রীস আওয়ামী লীগ ও গ্রীস  ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুমিন খান সহ এথেন্সের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

আরবি/জেডআর

Link copied!