ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

ইতালিতে জিয়া পরিষদ গঠনের লক্ষ্যে মতবিনিময়

ইতালি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ১১:৫৫ পিএম

ইতালিতে জিয়া পরিষদ গঠনের লক্ষ্যে মতবিনিময়

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ কে লালন করে প্রবাসে দীর্ঘদিন পর সকল জিয়ার সৈনিকদের কে সাথে নিয়ে জিয়া পরিষদ গঠনের লক্ষে এক মতবিনিময় সভা ও গ্রিল পার্টি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ইতালির ভেনিস ও পাদোভার মধ্য বর্তী শহর স্ত্রা এর স্থানীয় একটি হলরুমে প্রায় দুইশতাধিক বিএনপির নেতাকর্মীদের নিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলকে দুপুরের আপ্পায়ন করানো হয়। মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং জিয়া পরিষদ নাম সংগঠনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ দেন ভেনিস বিএনপির সভাপতি আব্দুল আজিজ সেলিম ও পাদোভা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক।

মতবিনিময় সভায় স্থানীয় স্ত্রা শহরে বসবাসকারী এবং এর আশপাশের শহরের জিয়ার আদর্শের নেতাকর্মীরা একত্রিত হয়ে দীর্ঘদিন থেকে জিয়া পরিষদ নাম একটি দলীয় সংগঠন গঠনের আলোচনা করে একমত পোষণ করেন। সেই আলোকে সবাইকে একসাথে করে একটি মিলন মেলার আয়োজনের মধ্য দিয়ে এবং পার্শবর্তী শহরের বিএনপির নেতৃবৃন্দদের পরসমর্শে খুব শিগ্রই স্ত্রা শহরে জিয়া পরিষদ গঠন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আগামী ১৭ তারিখ ইতালি বিএনপির নেতৃবৃন্দ ভেনিস আগমন করবেন সেই সময় স্ত্রা শহরের জিয়া পরিষদের নেতৃবৃন্দরা ইতালি বিএনপির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তাদের পরামর্শ ক্রমে আগামীতে দলীয় কার্যক্রম কে তরান্নিত করতে জিয়া পরিষদের নেতৃবৃন্দরা কাজ করবেন বলে অঙ্গীকার করেন।

পরিশেষে উপস্থিত নেতাকর্মিরা এই সুন্দর আয়োজনের জন্য এবং দলের সাথে কাজ করার প্রত্যয় নিয়ে জিয়ার আদর্শের কর্মীরা যেভাবে এগিয়ে আসছেন তা দেখে তাদেরকে ধন্যবাদ জানান। এইভাবে সবসময় একত্রিত হয়ে দলের জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি গঠে।

অনুষ্ঠানে ভেনিস ও পাদোভা বিএনপি যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং জিয়া পরিষদ গঠনের পক্ষে একমত পোষণ করেন।

আরবি/জেডআর

Link copied!