৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মনফালকনে গরিঝিয়া শাখা ইতালি বিএনপির উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার স্থানীয় একটি হলরুমে মনফালকনে গরিজিয়া বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হামিম হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস। তিনি যুবদলের নেতাকর্মীদের এক সাথে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান। দলীয় সিদ্ধান্ত কে সম্মান করলে আগামীতে দলের জন্য ভালো অবস্থান সৃষ্টি হবে বলে আখ্যায়িত করেন।
প্রধান বক্তা হিসেবে ছিলেন উপদেষ্টা ও সাবেক প্রধান আহ্বায়ক নরুল আমিন খন্দকার ।বক্তাগণ বিগত দিনে মনফালকনে বিএনপি বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং দলীয় প্রোগ্রাম সফলতার সাথে পালন করায় উপদেষ্টামন্ডলীর সদস্যগণ কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনফালকনে গরিজিয়া বিএনপির উপদেষ্টা জালাল উদ্দিন, ইব্রাহিম মিয়া, সোহাগ মোল্লা, হান্নান খান, এমডি রবিউল্লা। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান সোহেল, সহ সভাপতি ইদ্রিস হাওলাদার, আতাউর রহমান, সিরাজুল ইসলাম টেনিস, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন, সহ সাধারণ সম্পাদক মোশারফ ভূইয়া, আল আমিন খন্দকার, সুমন আহমেদ, হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন, শরীফ হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, সাংস্কৃতিক সম্পাদক রুবেল প্রধান।
অনুষ্ঠানে বিএনপির সভাপতি সম্পাদক তাদের বক্তব্যে ৫ আগস্টের পর পদ পদবীর লোভে হঠাৎ উদিত হওয়া কর্মীদের দিয়ে কোনো প্রকার বিএনপি সংগঠন বা অঙ্গসংগঠন মনফালকনে হবে না, যারা কমিটির সাথে ঐক্যতা পোষন করে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন দলের জন্য কাজ করেছেন তাদেরকে নিয়েই যুবদল, স্বেচ্ছাসেবক দল গঠিত হবে বলে ঘোষণা করেন।
পরিশেষে শহীদ জিয়ার রহমান ও দলের সকল শহীদের মাগফেরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :