আওয়ামী লীগ ইতালি গরিঝিয়া মনফালকনে শাখার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা, দেশের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা, মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্যচিত্র, প্রবাসে বেড়ে উঠা এই প্রজন্মের শিশু কিশোরদের নিয়ে বিজয়ের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রোববার বিকালে স্থানীয় একটি হলরুমে মনফালকনে আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর সরকার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাভেদ উল্লাহ, সোহাগ মুন্সি ও ওমর খৈয়াম পাঠান এর যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত মুক্তিযুদ্ধে সকল মুক্তিযোদ্ধাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নীরবতা পালন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তর্পক অর্পণ করে শ্রদ্ধা জানান। মুক্তিযুদ্ধের উপর একটি প্রামাণ্যচিত্র উপস্থিত প্রবাসী ও এই প্রজন্মের নিকট প্রদর্শন করা হয় যাতে করে তারা আমাদের সঠিক ইতিহাস জানতে পারে।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনু দেওয়ান, মনফালকনে আওয়ামী লীগের সহ সভাপতি বশির আহমেদ রায়পুরা চান্দের কান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. খুরশেদ আলম, ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ছাড়াও স্থানীয় ইতালিয়ান কমিউনিটির নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন মনফালকনে আওয়ামী লীগের মোহাম্মদ আলী, যুবলীগ নেতা রাফিক লিটন, ইয়াকুব প্রধান, ডালিম মিয়া, নূরে আলম প্রধান, হাজী জামাল, রাইছ মিয়া, রনি খানসহ মনফালকনে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে এসো বাংলা শিখি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয়ের উপর যেমন খুশি তেমন সাজে প্রদর্শন করেন এবং নৃত্য পরিবেশন করেন।
পরিশেষে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত শিশু কিশোরদের অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের এবং স্কুলের শিক্ষার্থীদের এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সাজে উপস্থিত হওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন অতিথিসহ কমিউনিটির নেতৃবৃন্দরা।
আপনার মতামত লিখুন :