যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ’র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্ট হলে আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ সভায় মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ষড়যন্ত্র, ৭১ এর পরাজিত শক্তির উত্থান প্রতিহত ও হাসানুল হক ইনুসহ সকল রাজবন্ধীদের মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুক্তির আহব্বান জানানো হয়।
যুক্তরাজ্য জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক মনির সভাপতিত্বে ও শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানুরের সঞ্চালনায় সোমবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ডাকসুর সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য ন্যাপ সভাপতি আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাসদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সর্ব ইউরোপীয় সমন্বয়ক মতিউর রহমান মতিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ভিপি খসরুজ্জামান খসরু, লন্ডন জাসদের সভাপতি সৈয়দ এনামুল হক, সাধারণ সম্পাদক সাবুল সামসুজ্জামান, যুব জোট সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জাসদের সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি ড. আনসার আহমদ উল্লাহ, বাসদ নেতা মোহাম্মদ শওগত, সোস্যাল এক্টিভিটস লিপি হালদার, সাংবাদিক একিউ চৌধুরী মুরাদ, গনজাগরণ মঞ্চ এর শাকিল আহমেদ সোহাগ, জাসদ নেতা আবু জাফর, লন্ডন জাসদের সাংগঠনিক সম্পাদক মাসুক হোসেন, কমিউনিটি এক্টিভিটস হাফসা ইসলাম, যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজ, জাসদ নেতা মশিউর রহমান সোহেলসহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :