ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

কাতারে যাত্রা শুরু করলো মামুর হোটেল

ই এম আকাশ, কাতার

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৪:০২ পিএম

কাতারে যাত্রা শুরু করলো মামুর হোটেল

ছবি: রূপালী বাংলাদেশ

নতুন বছর উপলক্ষে কাতারের রাজধানী দোহার নাজমায় শুক্রবার জুম্মার নামাজের পর শুভ উদ্বোধন করা হয়েছে মামুর হোটেল (রেস্টুরেন্ট) ৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারি স্পন্সর আব্দুল্লাহ ইয়াসির।

ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী যথাক্রমে লিটন শেখ, কায়সার আহমদ,  আব্দুল্লাহ রফিক, পলাশ, রাজু, সোহাগ,  অজয়কে হান্ডো  ইন্ডিয়া, কমিউনিটি নেতা আবু বক্কর সিদ্দিক সহ আরো অনেকে ৷ 

মামুর হোটেল উদ্বোধনের পরপরই স্থানীয় প্রবাসী বাংলাদেশীরাসহ ভিড় জমান এশিয়ান দেশের নাগরিকেরা ৷

মামুর হোটেলে যেসব খাবার সবচেয়ে জনপ্রিয়: 

মীরা মিঞার চিকেন ফ্রাই আর গরুর শিক, খেতাপুরি ও মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি, পাক-পাঞ্জাতনের মজার তেহারি, বান কাবাব, রয়্যালের কাচ্চি, চিকেন টিক্কা, সেরা লাবান, কাশ্মীরি নান জাফরান বাদামের শরবত। লিটন ও রফিক মামার চটপটি নতুন বছরে কাতারে অনেক বিখ্যাত ৷
 

আরবি/জেডআর

Link copied!