ঢাকা রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
আপা বলা সেই তানভীর বললেন

লাখ লাখ বার আপা বলবো, আই ডোন্ট কেয়ার

প্রবাস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৬:২৭ পিএম

লাখ লাখ বার আপা বলবো, আই ডোন্ট কেয়ার

ছবি: সংগৃহীত

ফোনে ‘আপা আপা বলা’ সেই আওয়ামী লীগ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মো. তানভীর কায়সারকে বহিষ্কার করা হয়।

গত ১২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তানভীর কায়সারের ফোনালাপের পর সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তিনি একটি ভিডিও ছাড়েন সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে তানভীর বলেন, ‘শেখ হাসিনার সঙ্গে ভাইরাল হওয়া কথোপকথন আমারই ছিল। আমিই কথা বলেছি। ওইটা আমার প্রথম কল রেকর্ড। আবেগের জায়গা থেকে কলটা রেকর্ড করি। বাংলাদেশে আমার খুব কাছের কিছু মানুষ আছে তাদেরকে আমি দেই। তাদের মধ্যে থেকে হয়তো কেউ এটা লিক করে কোনো মিডিয়ার হাতে দেয়। আমি কোনো মিডিয়াকে এই রেকর্ডটি দেইনি।’

তানভীর আরও বলেন, ‘উনাকে আমি হাজারবার আপা বলবো, লাখ লাখ বার আপা বলবো, কার কী আসে যায়? আই ডোন্ট কেয়ার। আমার এটা মাথাব্যথার বিষয় না। আপনারা ট্রোল করেন, মিমিক্রি করেন হোয়াটএভার ইউ ক্যান ডু, হোয়াটএভার ইউ লাইক। আই হ্যাভ নো প্রবলেম ফর দ্যাট।’

আরবি/ এইচএম

Link copied!