সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রবাসীদের নিয়ে আর্তমানতার সেবায় সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে নিয়োজিত সামাজিক সংগঠন পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার ৩ ডিসেম্বর দুপুরে ভিডিও টেলিকনফারেন্সিং জুমের মাধ্যমে সকল প্রবাসী সদস্যদের মধ্যে আলোচনা করে সকলের মতামতের ভিত্তিতে আগামী একবছরের জন্য ৭৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিতে সভাপতি শরিফুল হক জনি (স্পেন), সহ সভাপতি ইয়াকুর মিয়া (ইউকে), ফয়ছল আহমেদ (ইউকে), মাছুম আহমেদ (স্পেন), আবু নোমান (ইউকে), রাজু মিয়া (রোমানিয়া), সুয়েব আহমদ (ইতালী), সাধারন সম্পাদক সেবুল মিয়া (ইতালী), সহ সাধারন সম্পাদক জাহান আহমেদ (ইতালী), বুলবুল আহমেদ (ইতালী), সাব্বির হোসেন (ইতালী), সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ (ইতালী), সহ সাংগঠনিক সম্পাদক ইমানুর রহমান (ইতালী), আবু জাফর (স্পেন), জাবিরুল ইসলাম (মালেয়েশিয়া), শেখ মো. জনি (ইতালী), জাবেদ আহমদ (আরব আমিরাত), অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর মিয়া (ইতালী), সহ অর্থ সম্পাদক আশরাফ নাদিম (স্পেন), প্রচার সম্পাদক রুয়েল মিয়া (ইউকে), সহ প্রচার সম্পাদক সন্তোষ দাশ (ইউকে), পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাছুম আহমেদ (ফ্রান্স), সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. শাহিন মিয়া (গ্রীস), তথ্য বিষয়ক সম্পাদক হামিদ মিয়া (ইউকে), সহ তথ্য বিষয়ক সম্পাদক আলাউর রহমান (স্পেন), দপ্তর বিষয়ক সম্পাদক পাবেল আহমদ (ইতালী), সহ দপ্তর বিষয়ক সম্পাদক সাকিব আহমেদ (ইতালী), শিক্ষা বিষয়ক সম্পাদক ইকবার হোসেন (ইউকে), সহ শিক্ষা বিষয়ক সম্পাদক জাবের হোসেন (ফ্রান্স), ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইদুল হক (ইতালী), সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ (ইতালী), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাকিব আহমেদ (ইউকে), সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাসমুল ইসলাম (ইউকে), ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান (স্পেন), সহ ধর্ম বিষয়ক সম্পাদক সুয়েব আহমেদ (ইউকে), ত্রান ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাহুল ইসলাম (ইমন) (স্পেন), সহ ত্রান ও পরিবেশ বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ (ইতালী), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী আজাদ (ইতালী), সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান এমদাদ (মালেশিয়া), মানব কল্যাণ সম্পাদক জুমন আহমেদ (ফ্রান্স), সহ মানব কল্যাণ সম্পাদক মো. শাহ আলম (স্পেন), সাহিত্য বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া (ফ্রান্স), সহ সাহিত্য বিষয়ক সম্পাদক শামসুল আলম (ওমান)। সদস্য বৃন্দরা হলেন, মো. ফরাছ মিয়া, মো. জাকির হোসেন, মো. সেজু মিয়া, মো. জুসেফ আহমদ, আবু খালেদ, আলমগীর হোসেন, নুর উদ্দিন পুতুল, সাদিকুর রহমান সাদিক, যীশু সূত্রধর, আনহার মিয়া, ইমাদ হোসেন, পাবেল আহমেদ, রাবেল আহমদ, মতিনুর রহমান, রাব্বী হোসেন, সালমান হোসেন, হাবীব মিয়া, ইমরান আহমেদ, তারেক মিয়া, সুরঞ্জিত তালুকদার, সাকিল আহমদ, মোজাহিদ আহমদ শিশু, জামিল আহমদ, জুবেল মিয়া, রোহান মিয়া, টিপু সুলতান, মো. শাহীন আহমেদ, মো. রুমেন মিয়া, মো. শাহিন মিয়া, মো. নাহিদ মিয়া, তাহারুল ইসলাম রিমন, মো. জাহিদ হাসান, রেজাউল করিম রেজা।
আপনার মতামত লিখুন :