দেশীয় বাহারি পিঠা নানান রকমের বিভিন্ন অঞ্চলের নানান জাতের পিঠার সমাহার নিয়ে বাংলাদেশ এসোসিয়েশন ভারেজ এর আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পিঠা উৎসবের শুরুতে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ইতালিয়ান পুলিশ কারাবিনিয়ারির কমান্ডার দত্তর আঞ্জেলো।
উদ্বোধন শেষে আয়োজকসহ অতিথিরা পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পিঠা উৎসবে আমাদের দেশের বিভিন্ন গ্রামঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য বহনকারী চিত্র প্রদর্শন করেন।
উপস্থিত ছিলেন স্থানীয় শহরের ভাইস সিন্দাকো আসসেসরে রককো, কন্সিলিওরের প্রেসিডেন্ট মার্কো কলম্বো সহ আরো বেশ কয়েকজন ইতালিয়ান নাগরিকরা। বাংলাদেশ এসোসিয়েশন ভারেজ এর সভাপতি হাজি নূর মোহাম্মদ মালেক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আতিয়ার উদ্দিন এর পরিচালনায় ইতালিয়ান অতিথিদের শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও আয়োজকদের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-টিএমএম বাংলা পাতেন্তের পরিচালক আহসানুল হক পিয়াল, ফেনী জেলা সমিতি মিলানের সভাপতি নুরুল আফসার বাবুল।
বাংলাদেশ এসোসিয়েশন ভারেজ এর সাংগঠনিক সম্পাদক রনি শেখ এর সার্বিক ব্যবস্থাপনায় অতিথিদেরকে আপ্য়ায়ন করেন এসোসিয়েশনের আন্তর্জাতিক সম্পাদক নূর উদ্দিন আমান ও মহিলা সম্পাদিকা রুপন আক্তার।
পিঠা উৎসবে প্রবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অতিথিদের বিভিন্ন সাধের পিঠা দিয়ে আপ্পায়ন করানো হয়। এমন সুন্দর আয়োজন উপভোগ করতে পেরে ইতালিয়ান অতিথিরা বাংলাদেশ এসোসিয়েশন ভারেজ এর সকলকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশিদের যেকোনো আয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
দ্বিতীয় পর্বে এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল লিঙ্কন এর উপস্থাপনায় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিবাঈকে ও পিঠা উৎসবে অংশগ্রহণকরী দেরকে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠের সংগীত শিল্পী মিলান থেকে আগত জিশা শ্যাম। নৃত্যের মূর্ছনায় দর্শকদের মাতিয়ে রাখেন ব্রেসিয়া থেকে আগত নৃত্য শিল্পী মোনালিসা ভৌমিক।
প্যস্থানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র সহ সভাপতি তুষার আহমেদ, সহ সভাপতি হাবিব মাতব্বর, দপ্তর সম্পাদক মিজান আহমেদ, কোষাদক্ষ মো হোসেন আনোয়ার, প্রচার সম্পাদক রেজাউল করিম জীবন, সমাজসেবা সম্পাদক মো শাহিনুল ইসলাম, সদস্য কাইয়ুম হাওলাদার।
পরিশেষে সুন্দর আয়োজনে সকল প্রবাসীদের উপস্থিতিতে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :