ঢাকা রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪

বার্মিংহামে ক্বারী আব্দুল লতিফের ইন্তেকাল, রবিবার জানাজা

লন্ডন থেকে চৌধুরী মুরাদ

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ১০:৫৬ পিএম

বার্মিংহামে ক্বারী আব্দুল লতিফের ইন্তেকাল, রবিবার জানাজা

ক্বারী আব্দুল লতিফ। ছবি: রূপালী বাংলাদেশ

বার্মিংহাম মুসলিম কমিউনিটির প্রবীন ব্যক্তিত্ব, বিশিষ্ট মুরব্বী, আস্টন ‘মসজিদ ই নূর এর প্রতিষ্ঠাতা ও দীর্ঘকালীন চেয়ারম্যান ক্বারী আব্দুল লতিফ ওরফে ক্বারী সাব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার ভোর রাতে বার্ধক্যজনিত কারনে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী, সাত কন্যা, এক পুত্রসহ অসংখ্য নাতি-নাতনি, আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ক্বারী আব্দুল লতিফের নামাজে জানাজা রবিবার বাদ জোহর বেলা ১টা ১৫ মিনিটে বার্মিংহামের আষ্টনের মসজিদে নূরে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে সাটন নিউ হল সিমেট্রিতে  সমাহিত করা হবে।

মরহুম আব্দুল লতিফ ১৯৬১ সালে যুক্তরাজ্যে আসেন। পরবিরতিতে  প্রতিষ্ঠা করেন আষ্টনের নিজস্ব ভবনে আজকের এ বিশালআকারের  মসজিদে নূর।

মরহুমের দেশের বাড়ি বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের সমেমর্দান গ্রামে। তার পিতাও ছিলেন ইসলামের একজন প্রাবন্ধি মৌলভী আব্দুল করীম।

আরবি/জেডআর

Link copied!