ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

বন্যার্তদের জন্য দোয়া মাহফিল করেছে কাতারের ফেনী প্রবাসীরা

ই এম আকাশ, কাতার

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৩:০৭ পিএম

বন্যার্তদের জন্য দোয়া মাহফিল করেছে কাতারের ফেনী প্রবাসীরা

ছবি: রূপালী বাংলাদেশ

কাতার: বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে কাতারের ফেনী প্রবাসীরা৷ শনিবার রাতে কাতারের জাহিদা টাওয়ারে অনুষ্ঠিত হয়  
দোয়া মাহফিল ও আলোচনা সভা ৷

কিভাবে ত্রাণসামগ্রী সকলের নিকট পৌঁছানো যায় এই বিষয়ে একটি আলোচনাতে গুরুত্ব দেওয়া হয়েছে, দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতি করেন মুজিবুর রহমান৷

এ সময় প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকদের মাঝে, তারা বলেন, আমাদের পরিবারের সাথে গত সাতদিন ধরে যোগাযোগ নেই, মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন, কেউ কেউ যোগাযোগ করেছেন বিভিন্ন মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি ও খাবারের  অনেক সংকট ফেনীতে, ফেনীর ছাগল নাইয়ার প্রবাসী আলতাফ বলেন, আমাদের পুরো উপজেলা ডুবে গিয়েছে প্রত্যেকটা গ্রাম এখন পানির নিচে তিনি সেনাবাহিনীর নিকট সহযোগিতা কামনা করেন ৷

এ সময় অন্যান্য প্রবাসীরা বলেন, যারা ত্রাণ নিয়ে ফেনীতে যাচ্ছেন তা শুধু ফেনী শহর পর্যন্ত সীমাবদ্ধ, তাই তারা আশা করেন ফেনীর অন্যান্য উপজেলাগুলোতে মানুষ যেন খেতে পারে, সেজন্য ত্রাণগুলো  পৌঁছিয়ে দেওয়ার আহবান জানান কাতার প্রবাসীরা ৷ 

আরবি/জেডআর

Link copied!