সাতক্ষীরার শ্যামনগরে উপকূলের আদিবাসী মুন্ডা ও বাঘ বিধবা পরিবারের শিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৮০টি পরিবারের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি) এর উদ্যোগে উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় এই পোশাক বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সুন্দরবন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পিযুষ বাউলিয়া পিন্টু, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, আইসিডির কো-ফাউন্ডার নিরাপদ মুন্ডা, আশিকুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
শীতের নতুন পোশাক পেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফারিয়া আক্তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, শীতের নতুন সোয়েটার পেয়ে আমি খুব খুশি। আমার ভীষণ পছন্দ হয়েছে।
আইসিডি`র কো-ফাউন্ডার নিরাপদ মুন্ডা বলেন, শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে আমরা আনন্দিত। উপকূলীয় জনপদে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :