লন্ডনে সড়ক দুর্ঘটনায় নিহত প্রভাষক শাহ মইজুর রহমান শামীমের জানাজা ইস্ট লন্ডন মসজিদে কাল বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর বাদ যুহর অনুষ্টিত হবে।
সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাসেক্স শাখার সাধারণ সম্পাদক শাহ মইজুর রহমান শামীম ১৮ ডিসেম্বর বুধবার এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ ডিসেম্বর শুক্রবার মৃত্যুবরন করেন ।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন। তিনি ৯০ দশক সিলেট জেলা ছাত্রলীগ ইউকের সভাপতির দায়িত্বেও ছিলেন।
লন্ডনের স্টকওয়েলে বসবাসরত শাহ ময়েজুর রহমান শামিম (৫০) এর দেশের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বরদল, উওরভাগ গ্রামের মরহুম ডাক্তার সাখায়াতুল আম্বিয়ার পুএ।
শাহ মইজুর রহমান শামীমের অকাল মৃত্যুতে দেশ-বিদেশসহ, ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির সর্বমহলে শোকের ছায়া নেমে আসে।
আপনার মতামত লিখুন :