ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

প্রবাসীদের আমন্ত্রণে বার্লিনে শায়খ আহমাদুল্লাহ

জার্মানি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৮:২৭ পিএম

প্রবাসীদের আমন্ত্রণে বার্লিনে শায়খ আহমাদুল্লাহ

ছবি: রূপালী বাংলাদেশ

রোববার ১০ নভেম্বর বিকেলে জার্মানির রাজধানী মধ্য বার্লিনের একটি মিলনায়তনে প্রবাসীদের ধর্মীয় সংগঠন দারুল ইহসান বার্লিন এর আয়োজনে একটি ইসলামি আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে যোগ দেন শায়খ আহমাদুল্লাহ। বার্লিনের প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে জার্মানি সফরের কয়েকদিন বাংলাদেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ও আলোচক এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ‍‍`র বয়ান শুনতে ও তাকে একনজর দেখতে প্রবাসীরা মিলনায়তনে ভীড় করেন। ইসলামি আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বার্লিনের দারুল ইহসান মসজিদের খতিব মো. মোস্তাফিজুর রহমান।

আলোচনা সভার শুরুতে শায়খ আহমাদুল্লাহ তার বক্তব্যে সর্বস্তরের প্রবাসীদেরকে বিশেষ ধন্যবাদ জানান তাকে জার্মানিতে আমন্ত্রণ জানানোর জন্য। তার বক্তব্যে নবীজি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং প্রবাসে থেকেও দেশ ও দেশের মানুষের কল্যাণে  সবাইকে সুন্দর আচরণের অধিকারী হতে উদ্বুদ্ধ করেন। এসময় বাংলাদেশ ও ইসলামের সৌন্দর্য জার্মানিতে ছড়িয়ে দেয়ার পাশাপাশি নিজেদের মান ও মর্যাদা বিদেশের মাটিতে ধরে রাখতে বিশেষভাবে সজাগ থাকার পরামর্শ দেন এছাড়াও প্রবাসে থেকেও দ্বীনের কাজে নিয়োজিত থেকে যতটুকু সম্ভব যাবতীয় পাপকার্য থেকে বিরত থাকার আহবান জানান।

আলোচনা পর্ব শেষে উপস্থিত ধর্মপ্রাণ প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি। দারুল ইহসান বার্লিন এর আয়োজিত আলোচনা সভায় পুরুষের পাশাপাশি নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। কর্মদিবসেও ইসলামী সভায় বার্লিনের সর্বস্তরের প্রবাসীরা অংশ নেয়ায় আয়োজকরা স্বস্তি প্রকাশ করেন। ইসলামি আলোচনা সভায় সর্বস্তরের প্রবাসী নারী-পুরুষ অংশ নেন। সবশেষে দেশ ও দেশের সকল মানুষের জন্য দোয়া কামনা করা হয়।
 

রূপালী বাংলাদেশ

Link copied!