ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

বার্সেলোনায় বিজয় দিবস উপলক্ষে সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট

লোকমান হোসেন, স্পেন

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ১০:৪১ এএম

বার্সেলোনায় বিজয় দিবস উপলক্ষে সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট

ছবি: রূপালী বাংলাদেশ

স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এই টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করে এবং জিসান সিক্সার্সের বিরুদ্ধে খেলতে নেমে চ্যাম্পিয়ন হয় এল কুরি, যারা ৫৫ রানের টার্গেট ২ বল হাতে রেখে ৩ উইকেটে জয়লাভ করে।

২৫ ডিসেম্বর বার্সেলোনার স্থানীয় মন্টজুইক মাঠে চাঁদপুর কিংস, আরএনডিএফ স্টাইকার্স, ব্রাদার হুড, ব্রাদার ইউনাইটেড, বিএফইউ সান্তাকলমা, কিংস জুনিয়র, রাইডার টাইগার, বিসিএন স্টাইকার্স, এল কুরি, ওল্ড ভার্সন, এএনডি ক্রিকেট ক্লাব, জিসান সিক্সার্স দলগুলো টুর্নামেন্টে অংশ নেয়।

খেলা শেষে আয়োজন করা হয় পুরস্কার বিতরণীর। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরহাদ মীর রাজন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের সভাপতি আশরাফ হোসেন মামুন, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন, ক্যাপ্টেন মোহন রহমান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, সদস্য তুতিউর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বাসিত কায়সার, বিজনেস এসোসিয়েশনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজী, বিজনেস ক্লাবের কোষাধ্যক্ষ জাফর হোসেন, ভয়েস অব বার্সেলোনার সভাপতি ফয়সল আহমদ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ফয়সল আহমেদ মোল্লা, আব্দুর রাজ্জাক লিটন, এল কুরির স্বত্বাধিকারী মইনুল হাসান সুমন প্রমুখ।

পুরস্কার বিতরণীতে কিংস ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে মামুন মোল্লা এবং শফিউল ইসলামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও ম্যান অব দ্যা সিরিজ হিসেবে ফারুক রহমানকে পুরষ্কিত করা হয়।

আরবি/জেডআর

Link copied!