আজ থেকে ইতালির মনফলকনে তিনদিনের জন্য শুরু হয়েছে মিলান কনস্যুলেট এর উদ্যোগে দূতাবাস সেবা। স্থানীয় বাংলাদেশী কমিউনিটির সহযোগিতায় এই দূতাবাস চলবে। প্রথম দিনেই প্রবাসী বাংলাদেশিরা দূতাবাস সংশ্লিট কাজ গুলোর জন্য সেবা কেন্দ্রে উপস্থিত হন। সেবা প্রার্থীদের উপস্থিতি সেবা কেন্দ্রের আয়োজক ও সেচ্ছাসেবকরা সকলের সহযোগিতা কামনা করেন।
দূতাবাস সেবা কেন্দ্র পরিদর্শন করতে আসেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ডালি নাসির উদ্দিন।
সকালে এয়ারপোর্টে পোঁছালে উনাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান মনফলকনে বিএনপির নেতৃবৃন্দরা। পরে দূতাবাস সার্ভিস পরিদর্শন করেন এবং মিলান কনসুলেট এর কনসাল জেনারেল সহ সেবা দিতে আশা দূতাবাসের সকল এর সাথে কুশল বিনিময় করেন।
তিনি আশা করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা ও কমিউনিটির সকলকে নিয়ে দল মতের উর্ধে এসে প্রবাসীদের কে সহযোগিতা করার মধ্য দিয়ে সুন্দর ভাবে এই দূতাবাস সেবা সম্পন্ন হবে। তিনি মিলান কনস্যুলেট এর কনসাল কে ধন্যবাদ জানান মনফলকনে পূর্বের নির্ধারিত তারিখে এই সেবা পরিচালনা করার জন্য।
এই সময় মনফলকনে বিএনপির নেতৃবৃন্দরা এই তিনদিন দূতাবাস সার্ভিসের জন্য সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন।
উপস্থিত ছিলেন মনফলকনে বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক, প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস, উপদেষ্টা নুরুল আমিন খন্দকার, সাধারণ সম্পাদক হামিম হোসাইন, সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান খান সুহেল, সহ সভাপতি মিয়া মাসুম, ইদ্রিস মিয়া, এম ডি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারেক রহমানসহ সকল নেতৃবৃন্দ।
পরিদর্শন করেন স্থানীয় শহরের সিন্দাকো ও ইতালিয়ান প্রশাসনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :