সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদানের ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউএই বিএনপি। প্রবাসীদের গুরুত্বসহকারে সেবা প্রদানের ব্যাপারেও কার্যকরী পদক্ষেপের আহ্বান জানান নেতৃবৃন্দ।
সোমবার দুবাই কনস্যুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এসব কথা জানান বিএনপি নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্তিত ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম তালুকদার, এনাম চৌধুরী, আলহাজ্ব মোস্তফা মাহমুদ, ইঞ্জিনিয়ার করিমুল হক, শামসুন নাহার স্বপ্না, মজিবুর রহমান মঞ্জু, নূর হোসেন সুমন, নীল রতন দাস, হাজী সেলিম খান, আবুল বাশার, শাহাদাত হোসেন সুমন, শাখাওয়াত হোসেন বকুল, জামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম রুপুসহ ১৬ সদস্যের একটি টিম।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত থাকা ইউএই বিএনপির সদস্য মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন আমিরাতের প্রায় এক মিলিয়ন প্রবাসী রয়েছেন৷ প্রবাসীদের রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে। তাই প্রবাসীরা যাতে কনস্যুলেট বা দূতাবাসে সেবা পেতে কোনো প্রকার সমস্যাত না পরেন সেটা নিশ্চিত করতে এউএই বিএনপির আহ্বায়কসহ নেতৃবৃন্দরা কনসাল জেনারেলকে অনুরোধ জানিয়েছেন৷
আপনার মতামত লিখুন :