ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪

লন্ডনে শিল্প-সাহিত্য বিষয়ক কাগজ তৃতীয় বাংলা’র মোড়ক উন্মোচন

লন্ডন থেকে চৌধুরী মুরাদ

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৯:০৩ পিএম

লন্ডনে শিল্প-সাহিত্য বিষয়ক কাগজ তৃতীয় বাংলা’র মোড়ক উন্মোচন

ছবি: রূপালী বাংলাদেশ

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের প্রকাশনা শিল্প সাহিত্য বিষয়ক কাগজ ‘তৃতীয় বাংলা’র মোড়ক উন্মোচন, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ অক্টোবর সোমবার ইস্ট লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ।

কবি ময়নূর রহমান বাবুলের সভাপতিত্বে ও  কবি এ কে এম আব্দুল্লাহর পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচনা ও কবিতাপাঠে অংশ নেন- কবি আতাউর রহমান মিলাদ, কবি মিলটন রহমান, কবি ইকবাল হোসেন বুলবুল, কবি সফিয়া জাহির,কবি মোহাম্মদ ইকবাল, কবি শামীম আহমদ, কবি মোসাইদ খান, আবৃত্তি শিল্পী স্মৃতি আজাদ, টিভি উপাস্থাপক হেনা বেগম, গবেষক ফারুক আহমদ, সাংবাদিক রহমত আলী, কবি শাহ সোহেল, কবি মজিবুল হক মনি, কবি সারওয়ার-ই আলম, কবি শামছুল হক শাহ আলম, গল্পকার কামাল কাদের,  কবি সেবুল আহমেদ, কবি হাফসা ইসলাম,কবি মুহাম্মদ মুহিদ, কবি নোমান আহমদ, মিছবা কামাল, আবুল কালাম, কবি মরিয়ম চৌধুরীসহ আরো অনেকে।

বিলাতের লেখকদের লেখা নিয়ে প্রকাশিত তৃতীয় বাংলার প্রকাশনা উৎসবে আলোচনায় উপস্থিত সকলে ‘তৃতীয় বাংলার’ ভূয়াসী প্রশংসা করেন। কবিতা পাঠ ও সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন কবি মোহাম্মদ ইকবাল ও টিভি উপস্থাপক হেনা বেগম।
 

আরবি/জেডআর

Link copied!