ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

লন্ডনে ভালোবাসার আগ্রাসন বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডন থেকে চৌধুরী মুরাদ

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৮:৪১ পিএম

লন্ডনে ভালোবাসার আগ্রাসন বইয়ের মোড়ক উন্মোচন

ছবি: রূপালী বাংলাদেশ

বিলেতের বিশিষ্ট আবৃত্তিকার ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‍‍`ভালোবাসার আগ্রাসন‍‍`র বইয়ের মোড়ক উন্মোচন অনু হয়ে গেলো পূর্বলন্ডনের একটি বিজনেস সেন্টারে।

সোমবার বিশ্ব কবি মঞ্চ ইউকের সভাপতি আবুল কালাম আজাদ ছোটনের সভাপতিত্বে ও বাচিক শিল্পী ফখরুল আম্বিয়ার সঞ্চালনায় অনুষ্টিত সভায় মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব, একাউন্টেনট আব্দুর রাকিব, টাওয়ার হ্যামলেট’য়ের সাবেক স্পিকার আহবার হোসেন ও গবেষক ফারুক  আহমেদ।

এতে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি, সাংবাদিক  রহমত আলী, কবি শামিম শাহান, মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল, সাবেক কাউন্সিলর আব্দুর রকিব, তারিকুল ইসলাম শাহিনূর, রোকন উদ্দিন, এলিন চৌধুরী ও খলিল মিয়াসহ অনেকে।

বইটি থেকে বাংলা ও ইংরেজী কবিতা আবৃত্তি করেন ড. আনোয়ার হক, নজরুল ইসলাম অকিব, হেনা বেগম, কবি  হাফসা ইসলাম, জুবায়দা খানম,  মেঘনা উদ্দিন ও ফখরুল আম্বিয়া।

‍‍`ভালোবাসার আগ্রাসন‍‍` শিরোনামের কবিতাটি সুরারোপিত করে সঙ্গীত পরিবেশন করেন সাইদা নাসিম কুইন।

অনুষ্ঠানে বইটির কবিতার মান ও অনুবাদের ভূয়সী প্রশংসা করে পাঠক মহলে মহলে  সাড়া জাগাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। করেন।

আরবি/জেডআর

Link copied!