ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

স্পেনে বাংলা স্কুলের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

লোকমান হোসেন, স্পেন

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ১১:৪৭ পিএম

স্পেনে বাংলা স্কুলের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

ছবি: রূপালী বাংলাদেশ

স্পেনের বার্সেলোনায় বাংলা স্কুলের উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। স্থানীয় এস্কুয়েলা দে রবেনদারিয়া প্রাঙ্গণে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ ও পিঠা মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ, বাংলা স্কুলে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবরা উপস্থিত ছিলেন। 

বার্সেলোনা বাংলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল। এছাড়াও অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার দ্বীন মোহাম্মদ ইমাদুল হক, কাউন্সেলর মো. মোতাসিমুল ইসলাম, বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সেলর রামন পেদ্র বেরনাউস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ। 

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা স্কুল পরিচালনা কমিটির উপদেষ্টা আব্দুল বাসিত কয়ছর, জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি আলাউদ্দিন হক নেসা ও আওয়াল ইসলাম, উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া এর সাবেক সভাপতি উত্তম কুমার, বার্সেলোনা বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজী, স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি সাজিদ রহমান, কমিউনিটি নেতা বখতিয়ার রহমান, শাহীন আহমদ প্রমুখ।

আলোচনায় বক্তারা বাংলাদেশের বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং স্পেনে বাংলাদেশি নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বাংলা স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বাংলা স্কুলের শিক্ষিকা ইসরাত জাহান, সায়েমা রহমান, মাসুদা পারভিন, শাহানা শানু, কেয়া, মৌসুমী, সালমা ইশাক ও শাবরিন জাহানের তত্ত্বাবধানে স্কুলের শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন।

আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে স্কুলের পক্ষ থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী শীতকালীন বিভিন্ন রকমের পিঠা পরিবেশন করা হয়।

আরবি/জেডআর

Link copied!