সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০২:৩৩ পিএম

স্বপ্নে সাপ দেখলে কী হয়?

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০২:৩৩ পিএম

স্বপ্নে সাপ দেখলে কী হয়?

প্রতীকী ছবি

স্বপ্ন আমাদের অবচেতন মন ও ভেতরের অনুভূতির প্রতিফলন বলে মনে করেন মনোবিদরা। তবে স্বপ্ন সম্পর্কে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও বিশ্বাস অনুযায়ী ভিন্ন ব্যাখ্যা রয়েছে। মনোবিদদের মতে, স্বপ্নে সাপ দেখা ভয়, অজানা আশঙ্কা বা মানসিক দ্বন্দ্বের প্রতিফলন হতে পারে। এটি কোনো গভীর উদ্বেগ, প্রতারণা বা চ্যালেঞ্জের ইঙ্গিতও দিতে পারে।

ইসলামে স্বপ্নের বিশেষ গুরুত্ব রয়েছে। বিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন, মানুষ যে স্বপ্ন দেখে, তা দুই ধরনের হয়ে থাকে—সত্য স্বপ্ন এবং অসত্য স্বপ্ন।  সত্য স্বপ্ন নবী ও নেককার মানুষের স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে আসে।’ সুতরাং, স্বপ্নে সাপ দেখার অর্থ ব্যক্তিভেদে ও বিশ্বাস অনুযায়ী ভিন্ন হতে পারে। এটি কখনো ভয়ের প্রতীক, কখনো আত্মোপলব্ধির সংকেত হতে পারে।

দ্বিতীয় প্রকার হলো মিশ্র ধরনের মিথ্যা স্বপ্ন, যা কোনো ব্যাপারে সতর্ক করে। যেমন, শয়তানের খেলা যা দিয়ে কাউকে ভারাক্রান্ত করে তোলে। ফলে সে দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে। সে সেই কাটা মাথার অনুসরণ করছে; অথবা সে এমন কোনো সংকটে পড়েছে যা থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো সাহায্যকারী পাচ্ছে না। কিংবা সে দেখল যে, ফেরেশতারা তাকে কোনো হারাম কাজ করতে বলছে; অথবা এসব বিষয় যা সাধারণত অর্থহীন। এসব অর্থহীন স্বপ্ন। (ফাতহুল বারি ১২/৩৫২) 

ইসলামি ইতিহাসে বিখ্যাত স্বপ্ন বিশারদ ইবনে সিরিন রহ. বলেন, فإن رأى حية تمشي خلفه فإنّ عدوه يريد أن يمكر به فإن مشت بين يديه أو دارت حوله فإنّهم أعداء يخالطونه

যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে,তার পিছুপিছু ছুটছে,তাহলে এর অর্থ হল,ঐ ব্যক্তির শত্রুরা তার সাথে শত্রুতা করার জন্য চেষ্টা করছে। আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশপাশে সাপ ঘুর ঘুর করছে,তাহলে এর অর্থ হলো,ঐ ব্যক্তির শুত্রুরা তার পাশেই রয়েছে ঘনিষ্ঠজনদের মধ্যে। (তাফসিরুল আহলাম-ইবনে সিরিন-২/৪)

নারীরা স্বপ্নে সাপ দেখলে কী হয়

ইসলামে স্বপ্নের ব্যাখ্যা করার জন্য হাদিস ও কুরআনের ভিত্তি থাকে। কিছু হাদিসে বলা হয়েছে, স্বপ্নে সাপ দেখা মুসলিম ব্যক্তির জন্য সতর্কতা। বিশেষ করে নারীরা যদি স্বপ্নে সাপ দেখে তাহলে সে যেনো আল্লাহর বিধানাবলীর দিকে মনোনিবেশ করে। আল্লাহর দিকে ‍ফিরে আসে। আর যদি সে নিয়মতান্ত্রিকভাবে আল্লাহর ইবাদত করে থাকে তাহলে তাকে আরো বেশি জিকির আজকারে সময় দিতে হবে। সতর্ক থাকতে হবে। বিপদ-আপদ থেকে বাঁচতে তাকে কিছু সদকা করে দিতে হবে। কারণ সদকা মানুষের বিপদ মুসিবত দূর করে।

স্বপ্নে সাপ ছোবল দিতে দেখলে কী হয়

ইবনে সিরিন রহ. থেকে এ ব্যাখ্যাই পাওয়া যায়, তিনি বলেন, ‘যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে,তার পিছু পিছু ছুটছে,তাহলে এর অর্থ হল,ঐ ব্যক্তির শত্রুরা তার সাথে শত্রুতা করা জন্য চেষ্টা করছে।আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশপাশে সাপ ঘুরঘুর করছে,তাহলে এর অর্থ হলো,ঐ ব্যক্তির শত্রুরা তার পাশেই রয়েছে ঘনিষ্ঠজনদের মধ্যে।’ (তাফসিরুল আহলাম-ইবনে সিরিন-২/৪)

অনেকে বলেন, স্বপ্নে সাপ কামড় দিতে বা ছোবল দিতে দেখলে পিছনে একটি ভয়ংকর ইঙ্গিত লুকিয়ে থাকে। আপনার জীবনে খারাপ কিছু ঘটতে পারে। স্বপ্নকে বোঝার চেষ্টা করে অবিলম্বে সতর্ক হতে হবে। দান সদকা বালামুসিবত দূর করতে সহায়ক হবে।

ইসলামের দৃষ্টিতে স্বপ্নে সাপ মারতে দেখলে কী হয়

যে স্বপ্নে সাপ মারতে দেখে, পরবর্তী সময়ে তার শত্রুকে আঘাত করতে পারে। শত্রুর ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচাতে পারবে বলে ধারণা করা হয়। আর সাপ তাকে দংশন করলে, তার শত্রু তাকে আঘাত করবে এমন ধারণা করা হয়। সাপের গোশত খেতে দেখলে, স্বপ্নদ্রষ্টা শত্রুর ধন-সম্পদ লাভ করবে বলে উল্লেখ করেন অনেকে।

গর্ভাবস্থায় স্বপ্নে সাপ দেখলে কী হয়

আল্লামা ইবনে সিরিন রহ. এর ব্যাখ্যা অনুপাতে এর মানে হল, শত্রুর মাধ্যমে ক্ষতি হতে পারে। (তাবিরুর রুয়া লিইবনে সিরিন) তাই সতর্ক থাকা উচিত। আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করা উচিত। বাকি স্বপ্নের ব্যাখ্যা সব সময় সত্য হয় এমন নয়। তাই অযথা টেনশন করার প্রয়োজন নেই। বেশি বেশি করে আল্লাহর দয়া চান। সদকা করেন, ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হিফাজত করবেন।

স্বপ্নে অজগর সাপ দেখলে কী হয়

যদি স্বপ্নে সাপ আপনাকে তাড়া করে, তবে এটি এমন কিছুর প্রতীক হতে পারে যা আপনাকে জাগ্রত জীবনে তাড়া করছে, যেমন একটি অমীমাংসিত সমস্যা বা একটি মানসিক বোঝা। বিকল্পভাবে, এটি একটি ভয় বা নিরাপত্তাহীনতার প্রতিনিধিত্ব করতে পারে যা আপনাকে একটি প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বা এগিয়ে যেতে বাধা দিচ্ছে। আল্লাহর সাহায্য কামনা করে এর প্রতিকার করা জরুরি।

স্বপ্নে সাপ উড়তে দেখলে কী হয়

স্বপ্নে যদি সাপের সঙ্গে উড়তে দেখা যায়, তাহলে সেই ব্যক্তির যাত্রা শুভ হবে বলে ধরা হয়। বাকি স্বপ্নের ব্যাখ্যা সব সময় সত্য হয় এমন নয়। তাই অযথা টেনশন করার প্রয়োজন নেই। বেশি বেশি করে আল্লাহর দয়া চান। সদকা করেন, ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হিফাজত করবেন।

স্বপ্নে জোড়া সাপ দেখলে কী হয়

স্বপ্নে জোড়া সাপ দেখলে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা থাকে। স্বপ্নে জোড়া সাপ দেখা একটি শুভ লক্ষণ। তবে ইসলামে এর কোনও ব্যাখ্যা পাওয়া যায় না।

স্বপ্নে অনেক সাপ দেখলে কী হয়

স্বপ্নে অনেক সাপ দেখুক বা একটি সাপই দেখুক, হযরত ইবনে সিরিন রহ. থেকে এ ব্যাখ্যাই পাওয়া যায়, তিনি বলেন, ‘যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে,তার পিছু পিছু ছুটছে,তাহলে এর অর্থ হল,ঐ ব্যক্তির শত্রুরা তার সাথে শত্রুতা করা জন্য চেষ্টা করছে।আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশপাশে সাপ ঘুর ঘুর করছে,তাহলে এর অর্থ হলো,ঐ ব্যক্তির শত্রুরা তার পাশেই রয়েছে ঘনিষ্ঠজনদের মধ্যে।’ (তাফসিরুল আহলাম-ইবনে সিরিন-২/৪)

স্বপ্নে সাদা সাপ দেখলে কি হয়

সাদা সাপ স্বপ্নে দেখলে আলাদা কোনো কিছু বোঝায় না। যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে,তার পিছুপিছু ছুটছে,তাহলে এর অর্থ হল,ঐ ব্যক্তির শত্রুরা তার সাথে শত্রুতা করা জন্য চেষ্টা করছে।আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশপাশে সাপ ঘুর ঘুর করছে,তাহলে এর অর্থ হলো,ঐ ব্যক্তির শত্রুরা তার পাশেই রয়েছে ঘনিষ্ঠজনদের মধ্যে।’ (তাফসিরুল আহলাম-ইবনে সিরিন-২/৪)

স্বপ্নে সাপ ধরতে দেখলে কি হয়

স্বপ্নে সাপ ধরা বা সাপ দেখা ইসলামিক ব্যাখ্যানুয়ায়িতে আলোচনা করলে, এটি ব্যক্তির জীবনের বিভিন্ন দিকে ইশারা করতে পারে। তাত্ত্বিকভাবে স্বপ্নের ব্যাখ্যা হতে পারে, ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞান ও পরিস্থিতির প্রতি ইশারা করতে পারে। এটি ভাগ্য, ভবিষ্যৎ বা ব্যক্তিগত সমস্যা সম্পর্কে হতে পারে।

ভোরবেলা সাপের স্বপ্ন দেখলে কি হয়

স্বপ্নে সাপ ধরা বা দেখা মূলত ভয় ও আতঙ্কের প্রতি ইশারা হতে পারে। এটি ব্যক্তির ভীতি, চিন্তা, বা কোনও ভয়ানক ঘটনা সম্পর্কে ইশারা করতে পারে। যেমন কারো কোনও শত্রু আছে। সে তাকে ক্ষতি করতে পারে। অথবা সে কাজ করছে সেখানে তাকে কঠিন শত্রুতার মুখোমুখি হতে পারে। আর ভোরবেলার সাপ দেখলে হযরত ইবনে সিরিন রহ. থেকে এ ব্যাখ্যাই পাওয়া যায়, তিনি বলেন, ‘যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে,তার পিছু পিছু ছুটছে,তাহলে এর অর্থ হল,ঐ ব্যক্তির শত্রুরা তার সাথে শত্রুতা করা জন্য চেষ্টা করছে।আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশপাশে সাপ ঘুর ঘুর করছে,তাহলে এর অর্থ হলো,ঐ ব্যক্তির শত্রুরা তার পাশেই রয়েছে ঘনিষ্ঠজনদের মধ্যে।’ (তাফসিরুল আহলাম-ইবনে সিরিন-২/৪)

এটি মনে রাখা গুরুত্বপূর্ণ, স্বপ্নের ব্যাখ্যা সবসময় ব্যক্তির ব্যক্তিগত বা সামাজিক সম্বদ্ধ হতে পারে। ইতিহাস বা পর্বতমালা দেখে একটি স্বপ্নকে পূর্বকে কোনও ঘটনা বা পূর্বাভাস করতে হয় না।

স্বপ্ন কত প্রকার?

ইসলাম ধর্ম মতে স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রসুলে সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, স্বপ্ন তিন প্রকার। রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন, আল্লাহপাকের পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসেবে যা বিবেচ্য।

আর দ্বিতীয় নম্বরে রয়েছে রুইয়ায়ে শাইতানি অর্থাৎ শয়তান কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন। আর তিন নম্বরে হচ্ছে রুইয়ায়ে নাফসানি তথা মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র।

এরপর রসুল সা. বলেছেন যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোন স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়িয়ে যায়। স্বপ্নের ব্যাপারে অনভিজ্ঞ কাউকে কিছু না বলে, আবু দাউদ শরিফে এসেছে চির সত্যের ধারক মহানবী সা. এর বাণীর আলোকে আমরা এই বিশ্বাস স্থাপন করেছে, কিছু ভালো স্বপ্ন আল্লাহ মহান তার প্রিয় ও নেক বান্দাদের দেখান। 

কিছু স্বপ্ন শয়তানের প্ররোচনায় হয়ে থাকে কিছু স্বপ্ন মানুষের চিন্তা ও ধারণার ফল স্বপ্ন দেখার করণীয় হচ্ছে আবু সাঈদ খুবরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি রসুল সা. কে বলতে শুনেছেন তোমাদের মধ্যে কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা সে খুব পছন্দ করে তাহলে বুঝে নিবে তা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে।
 

আরবি/শিতি

Link copied!