ঠাকুরগাঁওয়ে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীর মোড় এলাকায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক।
আহতরা হলেন: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মকবুল হোসেন (৪৫), খায়রুন নাহার (৪০), আবিনা (৪০), ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকার আশা (৩২) ও তার ছেলে আসিফ (১২), আরাজী পাইকপাড়া গ্রামের আব্দুল সাত্তার (৪০), পঞ্চগড় সদর উপজেলার কহরপাড়া গ্রামের মো. আসাদ (৪৫), একই জেলার জিয়াবাড়ি গ্রামের আবু তালেব (৩৫) এবং রংপুর সদর উপজেলার কামারপাড়া এলাকার মো. আলম (৪৫), সিও বাজার এলাকার জসিম (৩৫)। তাৎক্ষণিকভাবে আরও পাঁচজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী একটি বালুবোঝাই ট্রাকের সামনের চাকা হঠাৎ পাংচার হয়ে যায়। এতে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারান এবং বিপরীত দিক থেকে আসা রংপুর-ঠাকুরগাঁও রুটের বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ওয়ারহাউস ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক জানান, ‘খবর পেয়ে আমরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করি। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেয়। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।’
আপনার মতামত লিখুন :