মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ১১:৪৭ পিএম

আরবি ১২ মাসের নাম

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ১১:৪৭ পিএম

আরবি ১২ মাসের নাম

মসজিদে নববী, মদিনা মুনাওয়ারা। ছবি : সংগৃহীত

রাসুলুল্লাহ (সা.)-এর হিজরতের ঐতিহাসিক ঘটনাকে স্মারক বানিয়ে হিজরি সন চালু করা হয়। হিজরি সনের মাস বারোটি। আল্লাহর কাছেও বারো মাসে এক বছর। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে আল্লাহর কাছে গণনার মাস বারোটি, এর মধ্যে চারটি সম্মানিত। (সুরা তাওবা, আয়াত : ৩৬)

আরবি বারো মাসের নাম- মুহাররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ।

আরবি মাসের নামকরণ যেভাবে-

মুহাররম

জাহেলি যুগে এই মাসে যুদ্ধবিগ্রহ ও রক্তপাত হারাম ছিল। তাই এই মাসকে মুহাররমুল হারাম বলা হয়। 

সফর

সফর অর্থ শূন্য হওয়া। জাহেলি যুগে সফর মাসে লোকেরা যুদ্ধের জন্য বের হতো। তখন ঘরগুরো শূন্য হয়ে যেত। ফলে এ মাসের নাম সফর রাখা হয় সফর। 

রবিউল আউয়াল

তখন সময়টি ছিল ফসলে রবি তথা বসন্তকাল। লোকে তাই এ নাম দিল। 

রবিউস সানি

এই সময়টার নাম দিতে চাইলেন লোকজন। তখন বসন্তের শেষ সময়। লোকেরা বলল, এটির নাম হবে রবিউস সানি বা রবিউল আখের তথা শেষ বসন্ত। 

জুমাদাল উলা

জুমুদ থেকে জুমাদা শব্দটি এসেছে, অর্থ জমে যাওয়া। এই মাসের নাম রাখার সময় ঠান্ডার মৌসুম শুরু হয়। ঠান্ডায় অনেক জিনিস জমে যেত। তাই এই নাম রাখা হয়। 

জুমাদাল উখরা

এই সময়ে প্রচণ্ড শীত পড়ত। শীতের তীব্রতায় পানি পর্যন্ত জমে যেত। লোকেরা তখন এই সময়ের নাম দিলে জুমাদাল উখরা। 

রজব

রজব অর্থ সম্মান করা। আরবের লোকেরা এ মাসকে বেশ সম্মান করত। এটিকে আল্লাহর মাস বলত। তাই এ মাসের 
নাম দেওয়া হয় রজব। 

শাবান

আরবি শাব শব্দ থেকে শাবান এসেছে। অর্থ বের হওয়া, প্রকাশ হওয়া, বিদীর্ণ হওয়া। যেহেতু এ মাসে বিপুল কল্যাণ প্রকাশিত হয়, মানুষের রিজিক উৎপাদন ও বণ্টিত হয় এবং তাকদিরের ফয়সালাগুলোও বণ্টন করে দেওয়া হয়। তাই এ মাসের নাম শাবান রাখা হয়েছে।

রমজান

রমজান অর্থ জ্বালানো-পোড়ানো। এ মাসে মুমিনের গুনাহ জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেওয়া হয় বলে এর নাম রমজান রাখা হয়েছে।

শাওয়াল

শাওয়াল এসেছে ‘শাওল’ মূল ধাতু থেকে। অর্থ বাইরে গমন করা। এই সময়ে আরবের লোকেরা ভ্রমণে বের হতো বলে একে শাওয়াল বলা হলো। 

জিলকদ

জিল অর্থ ওয়ালা আর ‘কাদাহ’ অর্থ বসা। আরবরা এ মাসে যুদ্ধবিগ্রহ বন্ধ করে বাড়িতে বসে থাকত, তাই এর নাম রাখা হয় জিলকদ। এ মাস সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। 

জিলহজ

হাজ্জাহ থেকে জিলহজ শব্দটি নেওয়া হয়েছে। অর্থ একবার হজ করা। অথবা ‘হিজ’ শব্দ থেকে নেওয়া হয়েছে, মানে অর্থবছর। এ মাস আসে বছরের শেষে, বছরের সমাপ্তিও ঘটে এ মাসের মধ্য দিয়ে, তাই এর নাম জিলহজ রাখা হয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!