ঈদুল ফিতরের নামাজের নিয়ম, নিয়ত ও তাকবির

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০২:২২ পিএম

ঈদুল ফিতরের নামাজের নিয়ম, নিয়ত ও তাকবির

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের নামাজ মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের মুহূর্ত। ঈদ আসলেই মুসলিম সমাজের মধ্যে এক ভিন্ন ধরনের উল্লাস ও শিরকির রক্ষা এবং আত্মশুদ্ধির উপলক্ষ হিসেবে পালিত হয়। এখানে ঈদুল ফিতরের নামাজের নিয়ম, নিয়ত ও তাকবিরের বিস্তারিত আলোচনা দেওয়া হলো:

ঈদুল ফিতরের নামাজের নিয়ত:
ঈদের নামাজের জন্য নিয়ত করতে হবে অন্তর থেকে। নিয়ত করার সময় ভাষায় উচ্চারণও করা যেতে পারে। নিয়তটি হলো:

নিয়ত: نَوَيْتُ أنْ أُصَلِّيَ لِلَّهِ تَعَالى رَكْعَتَيْنِ صَلَاةِ الْعِيدِ الْفِطْرِ مَعَ سِتِّ التَّكْبِيرَاتِ وَاجِبُ اللَّهِ تَعَالى اِقْتَضَيْتُ بِهَذَا الْإِمَامِ مُتَوَجِّهًا إِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللَّهُ أَكْبَرْ

উচ্চারণ: ‘নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাইন সালাতিল ইদিল ফিতরি মাআ সিত্তাতিত তাকবিরাতি ওয়াঝিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াঝঝিহান ইলা ঝিহাতিল কাবাতিশ শারিফাতি ‍‍`আল্লাহু আকবার‍‍`।’

অর্থ:
আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবিরের সঙ্গে এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি- ‍‍`আল্লাহু আকবার‍‍`।

ঈদের নামাজের নিয়ম:
ঈদুল ফিতরের নামাজ দুই রাকাতের নফল নামাজ। এটি আদায় করার সময় কিছু বিশেষ নিয়ম রয়েছে, যেমন অতিরিক্ত তাকবির এবং হাতের অবস্থান ইত্যাদি।

প্রথম রাকাত:

তাকবিরে তাহরিমা: ঈমামের সঙ্গে প্রথমে ‘আল্লাহু আকবার’ বলে নামাজ শুরু করবেন।
এরপর ছানা পড়ুন:
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতাআলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা
অতিরিক্ত ৩ তাকবির বলুন:
প্রথম এবং দ্বিতীয় তাকবির: উভয় হাত তুলে তাকবির বলুন এবং হাত ছেড়ে দিন।
তৃতীয় তাকবির: উভয় হাত উঠিয়ে তাকবিরে তাহরিমা মতো হাত বাঁধুন।
এরপর নামাজের নিয়মিত রুটিন অনুসরণ করে রুকু এবং সেজদা আদায় করুন।
প্রথম রাকাত সম্পন্ন হলে দ্বিতীয় রাকাতে যান।
দ্বিতীয় রাকাত:

প্রথম রাকাতের মতো সুরা মিলানোর পর অতিরিক্ত ৩ তাকবির বলুন।
প্রথম এবং দ্বিতীয় তাকবির: উভয় হাত তুলে তাকবির বলুন এবং হাত ছেড়ে দিন।
তৃতীয় তাকবির: উভয় হাত তুলে তাকবিরে তাহরিমা মতো হাত বাঁধুন।
এরপর রুকু, সেজদা ও তাশাহহুদ করে সালাম ফেরান।
নামাজ শেষে তাকবির পড়ুন:
‘আল্লাহু আকবর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ।’
তাকবির (ঈদের বিশেষ আল্লাহু আকবার):
ঈদের নামাজের সময় শুরুতেই এবং নামাজের পর বিশেষভাবে তাকবির বলা হয়। এটি ঈদুল ফিতরের আনন্দের সূচনা ও ধন্যবাদজ্ঞাপন।

তাকবির উচ্চারণ: اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَر اَللهُ اَكْبَر وَلِلهِ الْحَمْد

উচ্চারণ:
‘আল্লাহু আকবর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ।’

এটি ঈদুল ফিতরের সময় আল্লাহর মহত্ব ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য উচ্চারণ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!