সোমবার, ৩১ মার্চ, ২০২৫

আজকের নির্বাচিত হাদিস

ধর্ম ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৮:৩৯ এএম

আজকের নির্বাচিত হাদিস

ছবি: ইন্টারনেট

হযরত মুহাম্মদ (সা.) এর পবিত্র বাণী, কাজ এবং অনুমোদনের সংগ্রহ হচ্ছে হাদিস। মুসলমানদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা প্রদান করে, যেমন আচার-ব্যবহার, নৈতিকতা, এবং ইবাদত। হাদিস আমাদের ইসলামের বাস্তব মানে শেখায় এবং কোরআনের পরে মুসলিম জীবনের পথপ্রদর্শক হিসেবে কাজ করে হাদিস। চলুন জেনে নেই কিছু নির্বাচিত হাদিসঃ

১। যে ব্যক্তি দিনের শুরুতে আল্লাহর নাম স্মরণ করে, সে দিনটির মধ্যে আনন্দ এবং শান্তি পায়।"
রেফারেন্স: সহীহ বুখারি

২। যে ব্যক্তি আত্মবিশ্বাসী ও অটল থাকে, তার জন্য আল্লাহ উত্তম পুরস্কার প্রদান করবেন।"
রেফারেন্স: সহীহ মুসলিম

৩। তোমরা একে অপরের সাহায্য করো, তবে কোনো অন্যায় বা যুলুমের ক্ষেত্রে সাহায্য করো না।"
রেফারেন্স: সহীহ বুখারি

৪। যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে প্রকৃত শক্তিশালী।"
রেফারেন্স: সহীহ বুখারি

৫। প্রতিটি ভালো কাজ ছদাকা। আর গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ হল, অপর ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করা। 
রেফারেন্স: জামে তিরমিযী

আরবি/এসএম

Link copied!