ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

দুঃস্বপ্নে ঘুম ভাঙলে যে কাজ করার কথা এসেছে হাদিসে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৩:০০ পিএম

দুঃস্বপ্নে ঘুম ভাঙলে যে কাজ করার কথা এসেছে হাদিসে

ফাইল ছবি

ঘুমন্ত অবস্থায় মানুষ স্বপ্নে অবচেতনভাবে নানা কাল্পনিক ঘটনা অনুভব করে থাকে। এ ক্ষেত্রে স্বপ্নকে দুইভাবে ব্যাখ্যা করা হয়। একটি হলো الرُّؤْيَا (আর-রুউয়া) বা ভালো স্বপ্ন এবং অপরটি الْحُلْمُ (আল-হুলমু) বা দুঃস্বপ্ন।

হাদিসে ইরশাদ হয়েছে, ভালো স্বপ্ন বা সুস্বপ্ন আল্লাহ’র পক্ষ থেকে আসে। আর দুঃস্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে।

এ ক্ষেত্রে নবী করিম (সা.) দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখলে উম্মতদের মহান রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। আবার একটি হাদিসে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার পাশাপাশি বাম দিকে থুথু ফেলার কথাও এসেছে।

আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা ভালো কোনো স্বপ্ন দেখলে বুঝবে তা আল্লাহর পক্ষ থেকে। এ জন্য আল্লাহ’র হাম্‌দ (প্রশংসা) করবে এবং যা দেখেছো তা (অন্যকে) বলতে পারো। আর যদি এর বিপরীত বা অপছন্দনীয় কিছু দেখ, তবে বুঝবে এ হলো শয়তানের পক্ষ থেকে। তখন তার অনিষ্ট থেকে আল্লাহ’র পানাহ চাইবে আর কাউকে তা বলবে না। তা হলে এ স্বপ্ন তার অনিষ্ট করবে না। (তিরমিজী, হাদিস: ৩৪৫৩)

অপর হাদিসে এসেছে, আবূ কাতাদা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন- ভালো স্বপ্ন আল্লাহ’র পক্ষ থেকে হয়ে থাকে। আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। তাই যখন কেউ খারাপ স্বপ্ন দেখে তখন যেন সে তার থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় এবং তার বাম দিকে থুথু ফেলে। তাহলে সে স্বপ্ন আর তার কোনো ক্ষতি করবে না। আবূ আবদুল্লাহ (ইয়াহইয়া ইবনু আবূ কাসীর) কাতাদা (রা.) সূত্রে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। (সহিহ বুখারি, হাদিস: ৬৫১৫, ৬৫৩৩)

আরবি/ এইচএম

Link copied!