ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

নামাজে চোখের দৃষ্টি রাখা নিয়ে যে ভুল করে সবাই, হাদিসে যা আছে

ধর্ম ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০২:৩৪ পিএম

নামাজে চোখের দৃষ্টি রাখা নিয়ে যে ভুল করে সবাই, হাদিসে যা আছে

ছবি: সংগৃহীত

নামাজে একনিষ্ঠ ও একাগ্রতার জন্য চোখের দৃষ্টি গুরুত্বপূর্ণ। দাঁড়ানো ও রুকু অবস্থায় সিজদার জায়গায় দৃষ্টি এবং বসা অবস্থায় শাহাদাত আঙুলের দিকে দৃষ্টি রাখা সুন্নত।

এক বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ (সা.) নামাজে দাঁড়ানো এবং রুকু অবস্থায় সিজদার জায়গায় চোখের দৃষ্টি রাখতেন। আর বসা অবস্থায় শাহাদত আঙুলের দিকে দৃষ্টি রাখতেন। (নাসায়ি, হাদিস: ১১৬০, ১২৭৫)

আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) যখন নামাজে দাঁড়াতেন, তখন মাথাটা নিচু করে ঝুঁকিয়ে রাখতেন এবং দৃষ্টি নিক্ষেপ করতেন জমিনের দিকে।(মুসতাদরাকে হাকেম, হাদিস: ১/৪৭৯)

ইমাম আবু হানিফা (রহ.) বলেছেন, নামাজের সময় দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সিজদার দিকে থাকবে, রুকু অবস্থায় থাকবে দুই পায়ের মাঝখানে, বসা অবস্থায় থাকবে কোলের দিকে, সিজদা অবস্থায় থাকবে নাকের দিকে। (কিতাবুল মাবসুত, ১/২৮)। তবে কোনো কোনো ইমাম বলেছেন, পুরো নামাজের সময় দৃষ্টি থাকবে সিজদার দিকে।

আয়েশা (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেছি, নামাজে এদিক-সেদিক তাকানোর ব্যাপারে আপনি কী বলেন? জবাবে তিনি বলেছেন, এটি হলো শয়তানের ছোঁ মারা, যা দিয়ে শয়তান আল্লাহর বান্দাদের নামাজ থেকে অমনোযোগী ও উদাসীন করে ফেলে। (বুখারি, হাদিস: ৭১৮) তবে কোনোভাবে কারও দৃষ্টি এদিক-সেদিক চলে গেলে নামাজ ভঙ্গ হবে না। (আদ দুররুল মুখতার, ১/৪৪৭)

আল্লামা ইবনে হুমাম (রহ.) বলেন, চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহ। কেননা রাসুলুল্লাহ (সা.) চোখ বন্ধ করে নামাজ পড়তে নিষেধ করেছেন। সুন্নত হচ্ছে, সিজদার স্থানের দিকে তাকিয়ে নামাজ পড়া। নামাজে চোখ বন্ধ রাখলে এই সুন্নত ছুটে যায়। (বাদায়েউস সানায়ে, ১/২১৬)  

আরবি/ এইচএম

Link copied!