ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ১০:২২ এএম
ছবি: সংগৃহীত

টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ভারতের প্রখ্যাত আলেম মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ান শুরু করেন। তার উর্দুতে দেয়া বয়ান বাংলায় তরজমা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। এর আগে ইজতেমায় অংশ নিতে দিনভর ময়দানে আসেন মুসল্লিরা। 

মুসলিম উম্মাহ ঐতিহ্য অনুযায়ী ইজতেমা সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমা।
বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর আম

 বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিয়েছে মাওলানা জোবায়েরপন্থি তাবলীগের সাথীরা। প্রথম পর্বের ইজতেমায় পুরো ময়দানে ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। 

বয়ান শুরু করেন ভারতের প্রখ্যাত আলেম মাওলানা ইব্রাহিম দেওলার। তার উর্দুতে দেয়া বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তায় পুরো ময়দানকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি র‌্যাব, গোয়েন্দা সংস্থাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। 

প্রথম পর্বের ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। এবছর বিশ্ব ইজতেমা তিন পর্বের ধারাবাহিকতায় ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এরপর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি।

সবশেষ ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মাওলানা সাদের অনুসারীদের বিশ্ব ইজতেমা।