ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল ৯টায়

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৮:২৯ এএম

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল ৯টায়

তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে বাংলা ভাষায়। মাওলানা জুবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের বাংলা ভাষায় মোনাজাত পরিচালনা করবেন।

আখেরি মোনাজাতের পূর্বে নসিহতমূলক বক্তব্য দেবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। এরআগে বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমান বয়ান শুরু করেন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামাতের শুরায়ি নেজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।  

রূপালী বাংলাদেশ

Link copied!