ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫

ইজতেমায় আখেরি মোনাজাত চলছে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৯:৩১ এএম

ইজতেমায় আখেরি মোনাজাত চলছে

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়, যা পরিচালনা করছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

শুরায়ে নেজামের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, রোববার ফজরের পর ভারতের মাওলানা আব্দুর রহমানের হেদায়েতি বয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয়। বয়ানে জামাতের সদস্যদের জন্য ৩ চিল্লা ও স্থানীয়দের জন্য দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়, যা মাওলানা আব্দুল মতিন বাংলায় অনুবাদ করেন।

তিনি আরও জানান, মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব নসিহত মূলক কিছু বক্তব্য রাখেন, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা জুবায়ের। এরপর সকাল ৯টা ১১ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়।

আরবি/এফআই

Link copied!